X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

হলি আর্টিজান হামলার মামলায় বাবুর্চিসহ তিন জনের সাক্ষ্য গ্রহণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৪আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৭

হলি আর্টিজান রাজধানীর গুলশানে হলি আর্টিজান হামলার মামলায় বাবুর্চিসহ তিন জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।  রবিবার (৯ ডিসেম্বর) ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ তিন জনের সাক্ষ্য গ্রহণ শেষে আগামী ১৭ ডিসেম্বর পরবর্তী সাক্ষ্যের জন্য দিন ধার্য করেন।
সাক্ষ্য প্রদানকারীরা হলেন- হলি আর্টিজানের বাবুর্চি সমীর বাড়ৈ, গাড়িচালক আব্দুর রাজ্জাক ও নিরাপত্তা প্রহরী নূর আলম।
বাবুর্চি সমীর বাড়ৈ জবানবন্দিতে বলেন, ‘ঘটনার রাতে আমি মাছ ফ্রাই করছিলাম। তখন হঠাৎ গুলির শব্দ ও আওয়াজ শুনতে পাই। পরে একজন এসে বলল, আমাদের অফিসে গোলাগুলি হচ্ছে। তখন আমিসহ কয়েকজন পেছনের দরজা দিয়ে ওয়াশ রুমে চলে যাই। রাত আড়াইটা থেকে তিনটার দিকে দুই জঙ্গি এসে আমাদের ডাকে। তারা বলেন, আপনারা বাঙালি কিনা? বাঙালি হলে দরজা খোলেন। না হলে বোমা নিক্ষেপ করবো। বাধ্য হয়ে আমরা তখন দরজা খুলে দেই। দরজা খুলে দেখি দুই জঙ্গি। তারা অস্ত্র ও ধারালো চাপাতি নিয়ে দাঁড়িয়ে আছে। তখন আমাদের দেখে তারা আবার আমাদের ওয়াশরুমে ঢুকিয়ে বাইরে দিয়ে দরজা লক করে দেয়। সারারাত ওইখানে থাকি। সকালে অফিসের একজন এসে বলে, আমাদের সবাইকে এখন সামনে আসতে হবে, জঙ্গিরা চলে যাবে। তখন আমরা সামনে এলে জঙ্গিরা বলে, আপনারা সবাই নামাজ পড়বেন, কোরআন পড়বেন। এই লাশগুলো যেভাবে দেখছেন, আপনাদের অবস্থাও ওই রকম হবে। আপনাদের সঙ্গে আমাদের জান্নাতে দেখা হবে। তারা আমাদের আরবিতে কোরআন না পড়ে বাংলায় পড়তে বলেন। তারা বলেন, আমরা এখন বেরিয়ে যাবো। আপনারা চলে যান। এরপর আমরা যে যেখানে পারছি চলে যাই।’

হলি আর্টিজান হামলায় এ পর্যন্ত সাক্ষ্য গ্রহণ হয়েছে বাদীসহ চার জন সাক্ষীর।

গত ২৬ নভেম্বর আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে পলাতক দুই আসামি শহীদুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এর আগে গত ৮ আগস্ট আট জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করা হয়। এর আগে গত ২৩ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম বিভাগের পরিদর্শক হুমায়ূন কবির মামলাটির সিএমএম আদালতের জিআর শাখায় অভিযোগপত্র দাখিল করেন। গত ২৬ জুলাই সিএমএম আদালত মামলাটি ট্রাইব্যুনালে বদলির আদেশ দেন। ৩০ জুলাই মামলাটির অভিযোগপত্র গ্রহণ ও আসামিদের উপস্থিতির জন্য এ দিন ধার্য করেন। ৭ আগস্ট ঢাকা সিএমএম আদালত থেকে ওই ট্রাইব্যুনালে মামলার নথি পৌঁছায়।

অভিযোগপত্রে আসামি ২১ জনের মধ্যে ১৩ জন মারা যাওয়ায় তাদেরও অব্যাহতি দেওয়া হয়েছে। নিহত ১৩ জনের মধ্যে ৮ জন বিভিন্ন অভিযানের সময় এবং ৫ জন ঘটনাস্থলে নিহত হয়।

অভিযোগপত্রে নাম থাকা ৮ আসামি হলেন- হামলার মূল সমন্বয়ক বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরীর, সহযোগী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‌্যাশ, ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী নব্য জেএমবি নেতা হাদিসুর রহমান সাগর, নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক শাখার প্রধান মিজানুর রহমান ওরফে বড় মিজান, জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী, হামলার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর খান (হাসান) ওরফে সোহেল মাহফুজ, শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ।

পলাতক আসামিরা হলেন- শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ। এদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। বাকি ৬ জন আসামি কারাগারে আছেন।

ঘটনাস্থলে মামলার ৫ আসামি নিহত হয়। তারা হলো- রোহান ইবনে ইমতিয়াজ, মীর সামেহ মোবাশ্বের, নিবরাস ইসলাম, শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল ও খায়রুল ইসলাম ওরফে পায়েল। এছাড়া বিভিন্ন ‘জঙ্গি আস্তানায়’অভিযানের সময় নিহত ৮ আসামি হলো- তামিম চৌধুরী, নুরুল ইসলাম মারজান, তানভীর কাদেরী, মেজর (অব.) জাহিদুল ইসলাম ওরফে মুরাদ, রায়হান কবির তারেক, সারোয়ান জাহান মানিক, বাশারুজ্জামান ওরফে চকলেট ও মিজানুর রহমান ওরফে ছোট মিজান।

প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এ সময় তাদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হন। পরে অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।

 

/টিএইচ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!