X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

রিটে বৈধতা পেলেন ১১ প্রার্থী, শুনানির অপেক্ষায় ৯টি আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৮, ০৫:৩৬আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ০৫:৩৭




হাইকোর্ট নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে ১১ জন প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার বৈধতা পেয়েছেন। হাইকোর্ট তাদের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৩টি রিটসহ মোট ৯টি রিটের ওপর সোমবার (১০ ডিসেম্বর) শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন আদালত। এ ছাড়াও শুনানি নিয়ে ৪ জন প্রার্থীর রিট খারিজ, ৩ জনের রিটের ওপর সোমবার আদেশের দিন নির্ধারণ, ১ জনের মনোনয়নপত্র গ্রহণের সিদ্ধান্ত স্থগিত এবং ২ জনের রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

উচ্চ আদালতের সিদ্ধান্তে যারা নির্বাচনে অংশ নিতে পারবেন তাদের মধ্যে রয়েছেন- নীলফামারী-৪ আসনের বিএনপির প্রার্থী সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার, দিনাজপুর-৩ আসনে বিএনপির প্রার্থী ও দিনাজপুর সদরের মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, নীলফামারী-৩ (জলঢাকা) আসনে উপজেলা বিএনপির সভাপতি পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী, নওগাঁ-৫ আসনে বিএনপির প্রার্থী ও নওগাঁ পৌরসভার মেয়র নাজমুল হক, পঞ্চগড়-১ আসনের বিএনপির প্রার্থী পঞ্চগড় সদরের মেয়র তৌহিদুল ইসলাম, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের বিএনপির প্রার্থী শাহজাহানপুর ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বাদল সরকার, বগুড়া-৩ আসনে বিএনপির আব্দুল মুহিত তালুকদার, কুড়িগ্রাম-৪ (রাজিবপুর, রৌমারী ও চিলমারী উপজেলা) আসনের স্বতন্ত্র প্রার্থী গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের জাতীয় পার্টির প্রার্থী কাজী আশরাফ সিদ্দিকী, নওগাঁ-৪ আসনে স্বতস্ত্র প্রার্থী আফজাল হোসেন (স্বতন্ত্র) এবং একেএম মাহফুজুর রহমান (আসনের খোঁজ পাওয়া যায়নি)।

নির্বাচনে অংশ নিতে চাওয়া প্রার্থীদের পৃথক পৃথক রিটের শুনানি নিয়ে রবিবার (৯ ডিসেম্বর) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী এবং বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের পৃথক বেঞ্চ এসব আদেশ দেন।

আদালতে রিটকারীদের আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এছাড়া ৪ প্রার্থীর আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করা হয়েছে। তারা হলেন, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান, মো. আক্তার হোসেন, ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি ও সৈয়দ শহিদুল হক জামাল (আসন পাওয়া যায়নি)।

এছাড়া ৩ জনের রিটের ওপর আগামীকাল সোমবার আদেশের দিন ধার্য করেছেন হাইকোর্ট। তারা হলেন, বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু, রুহুল কুদ্দুস তালকদার দুলু ও আব্দুল ওয়াদুদ ভূইয়া।

পাশাপাশি ছয়জনের ৮টি রিটের ওপর আগামীকাল সোমবার শুনানির দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। এসব রিটকারীরা হলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (৩টি রিট), বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন, হিরো আলম, মমতাজ হোসাইন, এস এম মুজিবুর রহমান এবং রশিদুল ইসলাম। আর জাতীয় পার্টির সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের রিটের আংশিক শুনানি নিয়ে মামলাটি আগামীকাল সোমবার পর্যন্ত মুলতবি রেখেছেন আদালত।

এ ছাড়াও সামির কাদের চৌধুরী ও আবুল হাশেমের ২টি রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আদালত। এর ফলে তাদের মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল থাকায় তারা নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

এদিকে ময়মনসিংহ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলী আজগরের বিরুদ্ধে রিট করেছে ফারমার্স ব্যাংক কর্তৃপক্ষ। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট আজগর আলীর মনোনয়নপত্র স্থগিত করেন এবং রুল জারি করেন।

প্রসঙ্গত, এর আগে নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়ন প্রত্যাশীদের আপিলের শুনানির পর প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেন। পরে প্রার্থিতা বাতিল করা রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত ও নির্বাচন কমিশনের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে সংশ্লিষ্টরা হাইকোর্টে রিট দায়ের করেন।

/বিআই/ টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া