X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘পার্কিং সমস্যার কারণেই বিমানবন্দর এলাকায় যানজট’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৮, ২০:২৯আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২০:৩২

 প্রবীর কুমার রায়। পার্কিং সমস্যার কারণেই বিমানবন্দরসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগের উপ-কমিশনার প্রবীর কুমার রায়। তিনি বলেন, ‘বিমানবন্দর এলাকায় পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না থাকায় এ সমস্যার সৃষ্টি হচ্ছে। এ নিয়ে বিমান বন্দর ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকও করেছেন ট্রাফিক পুলিশের এ কর্মকর্তা। বিমান বন্দর এলাকায় যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বেশ কিছু প্রস্তাবনাও দেওয়া হয়েছে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে।’ সোমবার (১০ ডিসেম্বর) খিলক্ষেতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রবীর কুমার রায় বলেন, ‘যানজট নিরসনসহ ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিগত তিন বছরে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। বিশেষ অভিযানের মাধ্যমে বিভিন্ন সময়ে লাইসেন্সবিহীন রিকশা, ভ্যান, ইজিবাইকসহ নন-মোটরাইজড ভেহিক্যাল আটক করে ডাম্পিংয়ে পাঠানো হচ্ছে। বাড্ডা লিংক রোড থেকে গুলশান-১, গুদারাঘাটের পশ্চিম পাশ পর্যন্ত রিকশামুক্ত করা হয়েছে। সিটি করপোরেশন ও তেজগাঁও ট্রাক মালিক-শ্রমিক সমিতির নেতাদের সহায়তায় তেজগাঁও ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে। এছাড়া সাতরাস্তা-মগবাজার ফ্লাইওভার হওয়ার কারণে মগবাজারকেন্দ্রিক যানজট কমেছে। সাধারণ মানুষ সহজে মজবাজার থেকে সাতরাস্তা হয়ে লাভরোড পর্যন্ত এবং লাভরোড থেকে সাতরাস্তা হয়ে মগবাজার পর্যন্ত অনায়াসে চলাচল করতে পারছে।’

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগের উপ-কমিশনার বলেন, ‘গুলশান এলাকায় যানজট নিরসনে বিভিন্ন স্থানে পার্কিংয়ের জন্য স্থান নির্ধারণ করে একটি খসড়া পার্কিং ম্যাপ সিটি করপোরেশনের কাছে পাঠানো হয়েছে। যা বাস্তবায়নের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। ইতোমধ্যে বনানী ১৭নং রোড, ১৯/এ রোড, ১০৩ নম্বর রোড, ১০৯ নম্বর রোড, স্কয়ার বিল্ডিংয়ের পশ্চিম পাশে, ব্র্যাক ইউনিভার্সিটির সামনে ও তিতুমীর কলেজের সামনে (ব্যাংক এশিয়া) পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে। এতে ওই এলাকায় যানজট কমে আসছে।’

সেতু ভবনের পাশের সড়কটি সংকুচিত হয়ে যাওয়ায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ যানজটের সৃষ্টি হতো উল্লেখ করেন প্রবীর কুমার রায় বলেন,  ‘সিটি করপোরেশনের সহায়তায় ফুটপাত কেটে রাস্তা প্রশ্বস্ত করার কারণে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ঢাকা মহানগর ট্রাফিক উত্তর বিভাগ এলাকার যানজট নিরসনে বিভিন্ন ফিডার রোডে ২২টি স্থানে অনস্ট্রিট পার্কিং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেজন্য সিটি করপোরেশনের কাছে প্রস্তাবনা পাঠিয়ে সেটি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ প্রস্তাবনা পুরোপুরি বাস্তবায়ন হলে এ এলাকায় প্রায় এক হাজার ২০০ গাড়ি পার্কিং করা যাবে।’ প্রস্তাবে উল্লিখিত স্থানগুলোয় পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে বলেও তিনি জানান।

 

/জেইউ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা