X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পরিচালক খিজির হায়াত হত্যা পরিকল্পনায় দুই ‘জঙ্গি’ রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৫আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৭

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত জঙ্গিবাদবিরোধী চলচ্চিত্র ‘মিস্টার বাংলাদেশ’এর নায়ক ও পরিচালক খিজির হায়াত খানকে হত্যা পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের দুই সদস্যকে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। তারা ‘আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য’ বলে আদালতে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক আবু সুফিয়ান মো. নোমান শুনানি শেষে তাদের রিমান্ডের আদেশ দেন। তারা হলো, মো. এমদাদুল ইসলাম ওরফে মেহেদী হাসান (৩০) ও আবু বকর (২০)।
মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক কামরুজ্জামান অভিযুক্ত আসামিদের সাতদিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করেন। তারা আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য জানিয়ে রিমান্ডের আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, ‘তারা রাষ্ট্রবিরোধী প্রচার এবং মোবাইলে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড করে। চলচ্চিত্র নির্মাতা খিজির হায়াত খানের ‘মিস্টার বাংলাদেশ’ ছবিতে ধর্মের অপব্যাখ্যা দিয়ে একদল লোক কীভাবে তরুণদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করছে, তা দেখানোয় ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে বলে আবেদনে দাবি করেন পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান।
পুলিশ জানিয়েছে, আনসারুল্লাহ বাংলা টিমের এই সদস্যদের বাড়ি ফরিদপুরে। হত্যা পরিকল্পনার মিশন হিসেবে তারা খিজির হায়াতের কুমিল্লার বাসায় যায়। সেখানে খিজিরের ভক্ত পরিচয় দিলে খিজিরের বাবা তাদের পুরো বাড়ি ঘুরে দেখান। ঢাকায় ফিরে তারা বেশ কয়েকবার বনানীতে খিজিরের অফিসের আশেপাশে যায়। মঙ্গলবার রাতে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি টিম বনানী থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের মুঠোফোনে খিজির হায়াতের কুমিল্লার বসার ঘর, খাবারঘরসহ অন্যান্য ঘরের ছবি উদ্ধার করা হয়েছে।

/টিএইচ/জেজে/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা