X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আহসান হাবিব কামালসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৮, ২০:১৫আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ২০:২১

আহসান হাবিব কামাল বরিশাল সিটি করপোরেশনের সাবেক পৌর মেয়র মো. আহসান হাবিব কামালের বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতি মামলা বাতিলের আবেদন (রিভিশন) খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই মামলা বাতিল চেয়ে অন্য চার আসামির করা আবেদনও খারিজ করেছেন আদালত। এ আদেশের ফলে মামলা বাতিল চাওয়া ৫ আসামির বিরুদ্ধে বিচারিক আদালতে মামলাটির কার্যক্রম চলতে আর কোনও বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আহসান হাবিব কামাল বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যবিষয়ক সম্পাদক। অন্য চার আসামি হলেন- মোহাম্মদ ইসহাক, খান মুহাম্মদ নুরুল ইসলাম,  মো. আবদুস সাত্তার ও মো. জাকির হোসেন।
বুধবার (১২ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি মামলাটির বিচারিক কার্যক্রমের ওপর পূর্বে জারি করা স্থগিতাদেশও প্রত্যাহার করেছেন আদালত।

আদালতে আসামিপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এসএম মাহবুবুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী শাহীন আহমেদ। 

এর আগে ১৯৯৬ সালের ১৩ জানুয়ারি থেকে ১৯৯৬ সালের ৩ জুনের মধ্যে আহসান হাবিব কামাল বরিশাল পৌরসভার চেয়ারম্যান থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশ্যে অবৈধভাবে আর্থিকভাবে লাভবান হওয়ার অভিপ্রায়ে জালিয়াতি ও প্রতারণা করেন বলে অভিযোগ ওঠে।

অভিযোগে বলা হয়, আহসান হাবিব অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে বরিশাল পৌরসভার অধীন টেলিফোন ক্যাবল স্থাপন করার কাজে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতেরর নামে দরপত্র আহ্বান না করে কিংবা কোনও ঠিকাদার নিয়োগ না করে,  কোনও ব্যক্তি বা ফার্মকে কার্যাদেশ না দিয়ে সরকারের ২৭ লাখ ৫০ হাজার ৬২৯ টাকা আত্মসাৎ করেন। পরে এ অভিযোগে ২০১২ সালের ১১ অক্টোবর দুর্নীতি দমন কমিশন আহসাব হাবিবসহ ৭ জনকে আসামি করে বরিশাল কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

আসামিরা হলেন- তৎকালীন বরিশাল পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইসহাক, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, বরিশাল পৌরসভার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা খান মুহম্মদ নুরুল ইসলাম, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. আবদুস সাত্তার ও  মো. লুৎফর রহমান ও মো. জাকির হোসেন।

পরে দুদকের ওই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বিচারিক আদালত। কিন্তু, সে অভিযোগ গঠনের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানায় মামলার ৫ আসামি। ২০১২ সালের ২০ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বৈধতার বিষয় হাইকোর্ট রুল জারি করেন ও মামলাটির কার্যক্রম স্থগিত করেন। এর দীর্ঘদিন পর মামলাটি হাইকোর্টের কার্যতালিকায় এলে রুলের ওপর শুনানি হয়। শুনানি শেষে বুধবার (১২ ডিসেম্বর) আদেশ দেন হাইকোর্ট।

/বিআই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিজেএমসির চেয়ারম্যানসহ তিনজনের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবে দুদক
রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগবিজেএমসির চেয়ারম্যানসহ তিনজনের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবে দুদক
একনেকে ১১পি প্রকল্প অনুমোদন
একনেকে ১১পি প্রকল্প অনুমোদন
ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ বিষয়ে যা বলছে ইউনূস সেন্টার
ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ বিষয়ে যা বলছে ইউনূস সেন্টার
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে