X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তুর্কি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিষয়ক সেমিনার

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৮, ০১:০১আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ০১:০৬
image

তুর্কি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিষয়ক সেমিনার তুরস্কের ইস্পার্টা শহরে অবস্থিত সুলেমান ডেমিরেল বিশ্ববিদ্যালয়ে গত সোমবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির সামাজিক বিজ্ঞান ও প্রশাসন অনুষদের সহযোগিতায় এশীয়-প্রশান্ত মহাসাগরীয় ষ্টাডি সেন্টারে সেমিনারটির আয়োজন করেছিল আঙ্কারায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল, বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রযাত্রা এবং বাংলাদেশ-তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষিত। সেমিনারে অংশ নেন তিন শতাধিক শিক্ষার্থী। রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দীকী তার উপস্থাপনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও যুদ্ধ এবং তার প্রেক্ষাপট, দীর্ঘ পথ পরিক্রমায় অর্জিত অভিজ্ঞতা, বর্তমান সরকারের পরিচালনায় অর্জিত উন্নয়ন মাইলফলকসমূহ, ভারসাম্য ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচি, গঠনমূলক পররাষ্ট্র নীতি, আন্তর্জাতিক উন্নয়ন সংলাপে বাংলাদেশের ভূমিকাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। 
বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের ঐতিহাসিক, ধর্মীয় এবং সামাজিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি ইতিবাচক মূল্যায়ন উপস্থাপন করেন। এছাড়া, এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ক্রমবর্ধমান গুরুত্ব এবং এ অঞ্চলে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রবাহ উঠে আসে তার আলোচনায়। সেমিনারের শুরুতে দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়। দর্শকদের জন্য প্রদর্শিত হয় বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, আর্থ-সামাজিক উন্নয়ন এবং ওষুধ শিল্পে অর্জিত অগ্রগতির ওপর নির্মিত প্রামাণ্যচিত্র। সেমিনার শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের রেক্টর ড. ইলকের হোসেঈন চারিকচিসহ ভাইস-রেক্টর ও শিক্ষকদের একাংশের সঙ্গে রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।
দূতাবাসের পক্ষ থেকে এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তুরস্কের প্রাক্তন রাষ্ট্রপতি সুলেমান ডেমিরেলের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থীদের ছাত্র সংখ্যা প্রায় ৪৫ হাজার। এটি তুরস্কের অন্যতম বৃহৎ পাবলিক বিশ্ববিদ্যালয়। তুর্কি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিষয়ক সেমিনার

/এএমএ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!