X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার রিট শুনানিতে হাইকোর্ট বেঞ্চের প্রতি অনাস্থা আইনজীবীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৮, ১৫:৪৯আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৯:১২

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা রিট আবেদনের বিষয়ে শুনানি করতে হাইকোর্টের একটি বেঞ্চের ওপর অনাস্থা জানিয়েছেন তার আইনজীবীরা। খালেদা জিয়ার রিটের ওপর শুনানি করতে গিয়ে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চে আইনজীবীরা এ অনাস্থা প্রকাশ করেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান প্রমুখ। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে, গত ১১ ডিসেম্বর প্রার্থিতা ফেরত চেয়ে খালেদা জিয়ার রিটের ওপর দ্বিধাবিভক্ত আদেশ দেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। এরপর নিয়ম অনুসারে মামলাটির নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হলে খালেদা জিয়ার রিটের শুনানির জন্য বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ গঠন করে দেওয়া হয়।

এরপর মামলাটি বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) কার্যতালিকায় এলে আদালতের এজলাস কক্ষে হাজির হন উভয়পক্ষের আইনজীবীরা। কিন্তু খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী ন্যায়বিচার পাবেন না বলে বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চের ওপর অনাস্থা প্রকাশ করেন।

এরপর আদালত খালেদা জিয়ার আইনজীবীদের কাছে জানতে চান আপনারা কি অনাস্থার বিষয়ে কোনও লিখিত আবেদন এনেছেন?

জবাবে এ জে মোহাম্মদ আলী বলেন, কোনও লিখিত আবেদন আনা হয়নি। পরে আদালত বলেন, তাহলে আপনারা একটি লিখিত আবেদন (অনাস্থার বিষয়ে) নিয়ে আসুন। মামলাটি আজকের মতো ‘নট টু ডে’ (আজ নয়) আদেশ দিচ্ছি।

আগামী সোমবার (১৭ ডিসেম্বর) মামলাটি কার্যতালিকায় থাকবে। আপনারা চাইলে আবেদনটি হাইকোর্টে কিংবা প্রধান বিচারপতির কাছেও জমা দিতে পারেন।

গত ৮ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিলের শুনানির পর সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের ভিত্তিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৩টি আসনের মনোনয়নপত্র বাতিল করা হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত দেন। তবে শুনানিতে প্রার্থিতা বহালের পক্ষে মত দেন মাহবুব তালুকদার। এর বিপক্ষে মত দেন প্রধান নির্বাচন কমিশনারসহ চারজন।

পরে প্রার্থিতা বাতিল করা রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত ও নির্বাচন কমিশনের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার পক্ষে গত ৯ ডিসেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনটি রিট দায়ের করা হয়।

প্রসঙ্গত, খালেদা জিয়া বগুড়া-৬ ও ৭ এবং ফেনী-১ আসনে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা তার মনোনয়নপত্রগুলো বাতিল করে দেন।

/বিআই/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক