X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শহীদ মিনারে তিন দিনব্যাপী বিজয় উৎসব শুরু

ঢাবি প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৮, ২১:১০আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ২১:১২

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারের মূল বেদীতে ফুলেল শ্রদ্ধা ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে তিন দিনব্যাপী বিজয় উৎসব শরু হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে এই উৎসব আয়োজন করা হয়েছে। তবে, ঢাকা মহানগরের আটটি মঞ্চে এ উৎসব ছয় দিনব্যাপী অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় গান, কবিতা এবং নৃত্য পরিবেশনার মাধ্যমে কেন্দ্রীয় শহীদ মিনারে এ উৎসবের উদ্বোধন করা হয়। এবারের বিজয় উৎসবের মর্মবাণী ‘স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীদের দিন শেষ, মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবে বাংলাদেশ।’

অনুষ্ঠানের শুরুতেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারের মূল বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ছায়ানটের শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশনা করেন। এরপর ‘নোঙর তোলো তোলো’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন স্পন্দনের শিল্পীরা। ‘বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান’, ‘আমরা সবাই বাঙালী ও ভয় নাই কোনো ভয় নাই জয় বাংলার জয়’ মুক্তিযুদ্ধের গান পরিবেশন করেন বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের শিল্পীরা। এরপর শুরু হয় আলোচনা অনুষ্ঠান। আলোচনা শেষে ‘দেশনাটক’ নাট্যগোষ্ঠীর পরিবেশনায় ‘রিসার্চ’ পথনাটক হয়। নাটকটি নির্দেশনা দিয়েছেন শামসুল আলম বকুল।

আলোচনা পর্বে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম বলেন, ‘আমরা একাত্তরে স্বাধীনতা পেলেও মুক্তির সংগ্রাম এখনও শেষ হয়নি। মুক্তিযুদ্ধের চেতনা যারা জানে না, বোঝে না, তারা আমাদের প্রতিপক্ষ। এই প্রতিপক্ষ আজ ঐক্যবদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধে গিয়েছিলেন এমন কিছু মানুষ স্বার্থের কারণে আজ ভিন্ন দলে যোগ দিয়েছেন। আজকে জনগণকে বিচার করতে হবে, ওই মুক্তিযোদ্ধা অথচ স্বার্থান্বেষী মানুষদের আমরা আর সম্মান করব কিনা। আশা করি, ৩০ ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে স্বাধীনতাবিরোধীদের আমরা নির্মূল করতে পারব, আবার আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকারকে ফিরে পাব।’

সাংবাদিক কামাল লোহানী বলেন, ‘বিজয় দিবস আমাদের কাছে শুধু বিজয় দিবস নয়। আমাদের কাছে বিজয় উৎসবও নয়। বিজয় দিবসকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। আসন্ন নির্বাচনে জয় বাংলার আরেকটি বিজয়ের দিন দেখবো আমরা। দেশকে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলবো।’

এছাড়াও আগামীকাল বিজয় উৎসবের দ্বিতীয় দিনে কেন্দ্রীয় শহীদ মিনার মঞ্চ, ভাষাসৈনিক হালিমা খাতুন ও মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী রবীন্দ্র সরোবর মঞ্চ, রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ মঞ্চ, কবি বেলাল চৌধুরী ও আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত মিরপুর মুকুল ফৌজ মাঠ মঞ্চে অনুষ্ঠান শুরু হবে বিকাল ৪টায়। অনুষ্ঠানে একক গান, দলীয় সংগীত, একক আবৃত্তি, দলীয় আবৃত্তি, শিশু-কিশোর পরিবেশনা, দলীয় নৃত্য ও পথনাটক পরিবেশিত হবে।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও জাতীয় কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক মুহাম্মদ সামাদ, সাধারণ সম্পাদক তারিক সুজাদ, কবি হাবিবুল্লাহ সিরাজী ও কবি আলীম হায়দার প্রমুখ।

/এনআই/
সম্পর্কিত
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
দারুল ইহসানের বৈধ সনদধারীদের এমপিওতে বাধা নেই
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না