X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

জীবন যাবে, তবু সুদ-আসল কোনোটাই শোধ হবে না

দীপু সারোয়ার
১৮ ডিসেম্বর ২০১৮, ২০:৪১আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৭

সুদের ফাঁদে জীবন

রাজধানীর মিরপুরের স্থায়ী বাসিন্দা শামসুজ্জামান সেন্টু। প্রভাবশালী আর অস্ত্রবাজ হিসেবে পরিচিত সেন্টুর রয়েছে সুদের কারবার। তার কাছ থেকে একবার সুদে টাকা নিলে সেই জাল থেকে আর কখনও বের হওয়া যায় না। জীবন যাবে, তবু সুদ-আসল কোনোটাই শোধ হবে না। এযুগের কাবুলিওয়ালা সেন্টুর ফাঁদে পড়ে ইতোমধ্যেই ব্রেন স্ট্রোক করে তিনজন মারা গেছেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনা- ১

রাজধানীর মিরপুরে মাজার রোডের দিদার মিয়া ছিলেন পেশায় পরিবহন ব্যবসায়ী। দু’টি বাসের মালিক দিদারের গাবতলীতে নাজ এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠানও ছিল। অনুসন্ধানে জানা গেছে, প্রায় আট বছর আগে ব্যবসায়িক প্রয়োজনে দারুসসালাম থানার ২১৫/১ বাগবাড়ীর বাজারপাড়ার বাসিন্দা শামসুজ্জামান সেন্টুর কাছ থেকে সুদে সাত লাখ টাকা ঋণ নিয়েছিলেন তিনি। জামানত হিসেবে সেন্টুকে দিয়েছিলেন তিনটি ‘ব্ল্যাংক চেক’। পরে ওই ব্ল্যাংক চেকে ইচ্ছে মতো টাকার অংক বসিয়ে নেন সেন্টু। আদায় করে নেন ঋণের সাত লাখ টাকার সঙ্গে আরও ৮০ লাখ টাকা।

ঘটনা এখানেই শেষ নয়, অস্ত্রের মুখে দিদার মিয়ার একটি বাড়িও লিখে নেয় সেন্টু। সাভারের গেন্ডায় সাত কাঠা জমির ওপরে তৈরি ওই বাড়িটির দাম প্রায় তিন কোটি টাকা। দু’বছর আগে ওই বাড়িটি যখন লিখে নেওয়া হয়, শোক আর ভীতসন্ত্রস্ত দিদার মিয়া ব্রেন স্ট্রোকে মারা যান। দিদার মিয়ার ছেলে অনিক রেজা বা পরিবারের অন্য সদস্যরা এ নিয়ে এখন আর কথা বলতে চান না। অনিক রেজা শুধু বললেন, ‘সেন্টুর অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য সব খোয়াতে হয়েছে আমাদের।’

ঘটনা-২

পাঁচটি বাসের মালিক কুমিল্লার শাসনগাছার মাহমুদুল হাসান জামানত হিসেবে ‘ব্ল্যাংক চেক’ রেখে সেন্টুর কাছ থেকে দু’দফায় ঋণ নিয়েছিলেন ১০ লাখ টাকা। তিশা পরিবহন সার্ভিসের মালিক মাহমুদুল থাকতেন রাজধানীর সায়েদাবাদ এলাকায়। ছয় বছর ধরে ১০ লাখ টাকার বিপরীতে তাকে দিতে হয় ৫৭ লাখ টাকা। পরে ব্ল্যাংক চেকে ইচ্ছে মতো টাকার অংক বসিয়ে মাহমুদুল হাসানের বিরুদ্ধে ৫০ লাখ টাকার চেক ডিজঅনার মামলা করেন সেন্টু। দেড় বছর আগে ওই মামলার হাজিরা গিয়ে  আদালত প্রাঙ্গণে ব্রেন স্ট্রোকে মৃত্যু হয় মাহমুদুল হাসানের। আদালত প্রাঙ্গণে সেন্টু ও তার লোকজন ৫০ লাখ টাকা দাবি করে মাহমুদুলকে অপহরণের হুমকি দিলে, ভয় আর বিপর্যস্ত অবস্থায় স্ট্রোক করেন মাহমুদুল— এমন দাবি সেন্টুর প্রতারণার শিকার আলাউদ্দিন মিয়ার। তিনি জানান, মাহমুদুলের পরিবার এখন ঢাকা ছাড়া।

ঘটনা- ৩

মিরপুর-১, ‘ডি’ ব্লকের বাসিন্দা পরিবহন ব্যবসায়ী খায়ের মিয়াও জামানত হিসেবে ‘ব্ল্যাংক চেক’ রেখে সেন্টুর কাছ থেকে ঋণ নিয়েছিলেন তিন লাখ টাকা। কিরণ পরিবহনের মালিক এই খায়ের মিয়াকে তিন লাখ টাকার বিপরীতে সেন্টুকে দিতে হয়েছে ৩২ লাখ টাকা। তবে এতেও সন্তুষ্ট হয়নি সেন্টু। আরও টাকার দাবি ছিল তার। সেন্টু ও তার লোকজনের হুমকি-ধমকির সময় ব্রেন স্ট্রোক করে মারা যান খায়ের মিয়া। প্রায় একযুগ আগের ঘটনা এটি। সেন্টুর সুদ ব্যবসার ফাঁদে পড়ে নিঃস্ব হওয়া শেখ আব্দুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সেন্টু অসম্ভব ক্ষমতাধর। গাবতলী বাস টার্মিনাল, মিরপুর, শাহ আলী, দারুসসালাম এলাকায় সেন্টুর অবাধ বিচরণ। সে টার্গেট করে নিরীহ মানুষকে সুদের ফাঁদে ফেলে, এরপর তাদের সব সহায়-সম্পত্তি কেড়ে নেয়।’

সুদের কারবারি সেন্টু

অনুসন্ধানে জানা যায়, ‘সুদের ফাঁদে’ পড়ে সেন্টুর প্রতারণার শিকার হয়ে দিদার মিয়া, মাহমুদুল হাসান ও খায়ের মিয়ার মতো মিরপুর, দারুসসালাম ও শাহ আলী থানা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষ সব হারিয়েছেন। নিজেদের যাবতীয় সম্পদ হারিয়ে নিঃস্ব-রিক্ত এই মানুষেরা পুলিশ-প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি-কারও সহযোগিতা পাচ্ছেন না।

খোঁজ নিয়ে জানা যায়, সুদ ব্যবসায়ী শামসুজ্জামান সেন্টু নাশকতা, বিস্ফোরক, জবরদখলের ৫০টি মামলার আসামি। এসব মামলায় ওয়ারেন্ট থাকলেও পুলিশ রহস্যজনক কারণে তাকে গ্রেফতার করে না। এমনকি এলাকার প্রভাবশালীরাও বরাবর সেন্টুর পক্ষ নেয়। বাধ্য হয়ে ক্ষতিগ্রস্তরা প্রধানমন্ত্রীর কার্যালয় ও পুলিশ সদর দফতরে অভিযোগ করেন। কিন্তু এ পর্যন্ত সেখান থেকেও কোনও প্রতিকার পাননি তারা। তবে পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মাসুদ আহাম্মদ বলেন, ‘ক্ষতিগ্রস্তরা চাইলে আইনি সহায়তা পাবেন। আর সেন্টু বেশ কয়েকটি মামলার আসামি। তাকে খুঁজছে পুলিশ।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যে কারণে রুশ কূটনীতিককে বহিষ্কার করলো মলদোভা
যে কারণে রুশ কূটনীতিককে বহিষ্কার করলো মলদোভা
রোজা ও ঈদের কেনাকাটায় প্রিমিয়ার ব্যাংকের কার্ডে বিশেষ ছাড়
রোজা ও ঈদের কেনাকাটায় প্রিমিয়ার ব্যাংকের কার্ডে বিশেষ ছাড়
শুটিংয়ের অন্তরালে...
শুটিংয়ের অন্তরালে...
সোনার দাম কমলো
সোনার দাম কমলো
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার