X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঢাবির ‘জিয়াউর রহমান হলে’র নাম পরিবর্তনে অনশনে যাবে ছাত্রলীগ

ঢাবি প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৮, ০১:১৩আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ০২:৩৪





ঢাবির ‘জিয়াউর রহমান হলে’র নাম পরিবর্তনে অনশনে যাবে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের নাম পরিবর্তনের জন্য আমরণ অনশন কর্মসূচি দেবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) শান্তির পায়রা চত্বরে ‘প্রগতির মঞ্চে বিজয়ের স্বরলিপি’ শীর্ষক অনুষ্ঠান থেকে এ কর্মসূচির কথা জানান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।
টিএসসিভিত্তিক সব সাংস্কৃতিক সংগঠন নিয়ে সম্মিলিতি শিক্ষার্থী সংসদের ব্যানারে ছয় দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এটি গত ২৬ ডিসেম্বর শুরু হয়েছে, চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।
সনজিত চন্দ্র দাস বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের নাম পরিবর্তন না করলে ছাত্রলীগ আমরণ অনশনে যাবে।’
নাম পরিবর্তনের এ ঘোষণা প্রথমে দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। তিনি বলেন, ‘আমরা এই মুহূর্তে ঘোষণা দিতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল নামে যে হলটি প্রশাসনিকভাবে পরিচিত রয়েছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৬ হাজার শিক্ষার্থী সিনেটের এই আইনের সঙ্গে একমত পোষণ করি না। আগামীতে সিনেটে যে অধিবেশন হবে, সে অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে এবং প্রশাসনিকভাবে সামরিক স্বৈরশাসকের নামে নামাঙ্কিত এই হলটির নাম পরিবর্তন করতে হবে।’ এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবি বলে তিনি উল্লেখ করেন।
এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সাধারণ সম্পাদক আসিফ তালুকদার, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ লিমন, বঙ্গবন্ধু হলের সভাপতি বরিকুল ইসলাম বাঁধন এবং জগন্নাথ হলের সাধারণ সম্পাদক উৎপল দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের বিদায় কমিটির কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব হোসেনসহ অন্যরা।

/এইচআই/
সম্পর্কিত
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
সর্বশেষ খবর
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!