X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

স্কুলের বই পেলেও পড়া হলো না নুসরাত ও দোলার

আমানুর রহমান রনি
০৯ জানুয়ারি ২০১৯, ০৮:৫০আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ০৯:২১

নুসরাত ও দোলা এ বছরই স্কুলে ভর্তি হয়েছিল নুসরাত জাহান ফারিয়া (৪) ও ফারিয়া আক্তার দোলা (৫)। সোমবার (৭ জানুয়ারি) সকালে তারা দুজনই স্কুলের নতুন ড্রেস পরে প্রথম স্কুলে যায়। স্কুল থেকে ফিরে দুজনে এক সঙ্গে বাসার বাইরে খেলতে যায়। এরপর আর বাসায় ফেরেনি। রাতে প্রতিবেশির একটি বাড়ির কক্ষ থেকে তাদের দুজনের লাশ উদ্ধার করে স্থানীয়রা। মঙ্গলবার ছিল দোলার জন্মদিন।

রাজধানীর ডেমরা থানার কোনাপাড়ার সামিউল আহসান সড়কের শেষ মাথার আবুল হোসেনের সাত তলা বাড়ির নিচ তলার একটি কক্ষ থেকে মঙ্গলবার রাতে তাদের লাশ উদ্ধার করা হয়। যে বাড়িটি থেকে শিশুদুটির লাশ উদ্ধার করা হয়েছে ওই বাড়ি থেকে তাদের বাসা ৫০ ও ৮০ গজ দূরে। পুলিশের ধারণা, শিশু দুটিকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে শিশু দুটির বাড়িতে গিয়ে দেখা গেছে মানুষের ভিড়। শোকে বিহ্বল শিশুর বাবা-মা ও স্বজনরা।

নুসরাত ও দোলা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে ব্যানার নিহত ফারিয়া আক্তার দোলার বাবার নাম ফরিদুল ইসলাম। মা পারভীন বেগম। সামিউল আহসান সড়কের হাবীব মঞ্জিলের নিচতলায় ভাড়া থাকেন। বাবা-মায়ের একমাত্র সন্তান দোলা। বাড়িটিতে গিয়ে দেখা যায়, ঘরের ভেতরে ও বাইরে অসংখ্য মানুষ। সবাই হতবাক। দোলার মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন প্রতিবেশী নারী ও স্বজনরা। বাসার সামনের কক্ষে বসে ছিলেন দোলার মামা বিলাল হোসেন ও চাচা জাকির হোসেন।

বিলাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ মাসেই কোনাপাড়া আইডিয়াল স্কুলে নার্সারিতে ভর্তি করিয়েছি দোলাকে। স্কুলের নতুন ড্রেস পরে আজ সকালেই প্রথম স্কুলে যায়। পাশের বাসার নুসরাত আর দোলা সারাদিন একসঙ্গে থাকে। সেজন্য তাদের একই ক্লাসে, একই স্কুলে ভর্তি করে দেওয়া হয়। সোমবার সকালে স্কুলে গিয়ে তারা বই নিয়ে আসে। বই পেয়ে তারা খুব খুশি হয়েছিল।’

তিনি বলেন, ‘তারা স্কুল থেকে ১০টার দিকে আসে। বাসায় কিছুক্ষণ পড়ার পর দোলা বাসা থেকে বের হয়ে যায়। তার সঙ্গে পাশের বাসার নুসরাতও বের হয়। তারা বাসার পাশেই খেলছিল। দুপুরে আমার মা (দোলার নানু) তাকে গোসল করানোর জন্য ডাক দেয়, আসি বলে আর আসেনি। এরপর আমরা খোঁজাখুঁজি শুরু করি। মাইকিং করি কিন্তু কোথাও তাদের পাওয়া যাচ্ছিল না।’

সন্ধ্যায় মোস্তফার কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। আজ (৮ জানুয়ারি) ছিল দোলার জন্মদিন। এই কথা মনে করে দোলার চাচা জাকির হোসেন ও মামা বিলাল হোসেনকে বিলাপ করতে দেখা গেছে।

দোলাদের গ্রামের বাড়ি পটুয়াখালী দশমিনা থানার আলীপুরা এলাকায়।

দোলাদের বাসার বিপরীতে একটি টিনশেডের ছোট কক্ষে বাবা-মায়ের সঙ্গে ছিল নুসরাত । তার বাবার নাম পলাশি মিয়া। মা ফাহিমা বেগম। ঝালকাঠি জেলায় তাদের বাড়ি। সাড়ে চার বছর বয়সী নুসরাত বাবা-মায়ের একমাত্র সন্তান।

নুসরাতের নতুন বই তাদের বাসায় গিয়ে দেখা গেছে নুসরাতের মা খাটের ওপর নিথর হয়ে পড়ে আছেন। তাকে স্বজনরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।

নুসরাত জাহান ফারিয়ার মামা মহিউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্কুল থেকে আসার পর খেলতে বের হয় নুসরাত, এরপর আর বাসায় আসেনি। আমরা বুঝতেছি না কীভাবে ওই বাসায় গেল, কে নিয়ে গেল?’

তার মামা নুসরাতের নতুন বইগুলো হাতে নিয়ে কেঁদে ফেলেন। তিনি বলেন, ‘মাত্র একদিন স্কুলে গেল, বই নিয়ে আসলো এরপর পৃথিবী ছেড়েই চলে গেল।’

যে বাড়িটিতে দুই শিশুকে হত্যা করা হয়েছে সেখান থেকে মঙ্গলবার দুপুরে ডেমরা থানা পুলিশকে আলামত সংগ্রহ করতে দেখা গেছে।

বাড়িওয়ালা আবুল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার এলাকায় এক ব্যক্তি গ্রিলের দোকানে কাজ করেন। আমার নিচতলার এই কক্ষটি যখন খালি হয়, তখন ওই ব্যক্তি তার বোন আঁখি ও বোনের স্বামী মোস্তফাকে ভাড়া দেওয়ার জন্য অনুরোধ করেন। আঁখি পোশাক কারখানায় কাজ করেন। আর বোনের স্বামী রাজমিস্ত্রি। গরীব মানুষ ভেবে তাদের কাছে ২৫শ’ টাকায় কক্ষটি ভাড়া দেই। চার মাস ধরে তারা এখানে ভাড়া আছেন। আমি কখনও খারাপ কিছু দেখিনি।’

আলামত সংগ্রহ করছে পুলিশ সোমবার রাত পৌনে ৯টার দিকে আবুল হোসেনকে বাসা থেকে ফোন দিয়ে দুই শিশুর লাশ উদ্ধারের বিষয়টি জানানো হয়। এরপর তিনি দ্রুত বাসায় ফিরে যান। বাসায় গিয়ে তিনি জানতে পারেন, ভাড়াটিয়া আঁখি গার্মেন্টস থেকে বাসায় ফিরে ওই দুই শিশুর লাশ দেখতে পান। এরপর আঁখি তার ভাইকে বিষয়টি জানালে ঘটনাটি জানাজানি হয়। স্থানীয়রা আঁখি ও তার ভাইকে পাশের একটি টিনশেড বাড়িতে আটকে রাখে। এরপর পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

এই দুই শিশু হত্যা ঘটনায় দোলার বাবা ফরিদুল ইসলাম  বাদি হয়ে ডেমরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় রাজমিস্ত্রি মোস্তফা ও আজিজুল নামে আরেক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

ডেমরা জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. ইফতেখায়রুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলা হয়েছে। আমরা আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি। আশাকরি দ্রুত দুই শিশুর হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পারবো।’

 

/এসএসএ/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক