X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ক্ষতিকর উপাদান দিয়ে তৈরি হচ্ছে নকল ফেবার ক্যাসেল পেনসিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৯, ২৩:০৩আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২৩:০৯

ফেবার ক্যাসেল পেনসিল (ছবি সংগৃহীত) শিশুস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান দিয়ে তৈরি হচ্ছে ফেবার ক্যাসেলের নকল পণ্য। গত নভেম্বরে পুলিশ নীলক্ষেত এলাকার জিলানী সুপার মার্কেটের দুটি দোকানে অভিযান চালিয়ে ফেবার ক্যাসেলের বেশ কিছু নকল পণ্য উদ্ধার করেছে। পেনসিল ও অন্যান্য শিক্ষা উপকরণের জন্য বিখ্যাত এ ব্র্যান্ডটির পণ্য নকল করার অভিযোগে এ ঘটনায় তিনজনকে আটকের পর আদালত থেকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়। বর্তমানে আসামিরা জামিনে রয়েছেন বলে জানান সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টরা জানান, ফেবার ক্যাসেলের বেশির ভাগ পণ্য শিশুরা ব্যবহার করে। যে কারণে এসব পণ্য তৈরির উপাদান ব্যবহারে সতর্ক থাকা হয়। অথচ নকল ফেবার ক্যাসেল পেনসিলগুলো পরীক্ষা করে দেখা গেছে, এগুলো শিশুস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। প্রকৃত ফেবার ক্যাসেল পেনসিলে পরিবেশবান্ধব ওয়াটার বেজড বার্নিশ ব্যবহার করা হয়। যা শিশুদের জন্য ক্ষতিকর নয়। ফেবার ক্যাসেল রঙ পেনসিলে শাকসবজি এবং ফলমূল থেকে সংগৃহীত রঞ্জক কণা ব্যবহার করা হয়। যা বিষমুক্ত হওয়ার কারণে শিশুদের জন্য ক্ষতিকর নয়। এছাড়াও পেনসিলের লিড মজবুত করার জন্য প্রাকৃতিক মোম ব্যবহার করা হয়। ফেবার ক্যাসেল তাদের পণ্যে ব্যবহৃত কাঠ নিজস্ব বাগান থেকে সংগ্রহ করে। ফেবার ক্যাসেল ইরেজারে কখনই শিশুদের ক্ষতিকর উপাদান ব্যবহার করা হয় না। ফেবার ক্যাসেল তাদের সব প্লাস্টিক জাতীয় পণ্যে ফুড গ্রেড প্লাস্টিক ব্যবহার করে, যেটি শিশুদের শরীরের জন্য নিরাপদ।

বাংলাদেশে ফেবার ক্যাসেলের একমাত্র পরিবেশক ‘গ্লোবাল অফিস অটোমেশন লিমিটেড’। বাংলাদেশে এই পণ্য পরিবেশ বান্ধব কিনা, তার মান যাছাই করে বিএসটিই ইতোমধ্যে সার্টিফিকেট দিয়েছে। ফেবার ক্যাসেল তাদের ট্রেডমার্ক লোগো ব্যবহার করে সারা পৃথিবীতে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। ফেবার ক্যাসেলের পণ্যের মধ্যে রয়েছে– পেনসিল, কালার পেনসিল, ইরেজার, শার্পনার, মার্কার, বোর্ড মার্কার, হাইলাইট মার্কার, অঙ্কন সামগ্রী, জ্যামিতিবক্স এবং বিভিন্ন অফিস স্টেশনারি।

images (1) ফেবার ক্যাসেলের পণ্যের বাজার চাহিদা দেখে কিছু অসাধু ব্যবসায়ী ফেবার ক্যাসেলের লোগো ব্যবহার করে নকল পণ্য তৈরি করে বিক্রি করছে। গত ১২ নভেম্বর (২০১৮) নীলক্ষেত জিলানী মার্কেটের জেএস এন্টারপ্রাইজ এবং মেসার্স সালেহ ট্রেডার্সে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে নকল পণ্য উদ্ধার ও তিনজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্লোবাল অফিস অটোমেশন লিমিটেডের পক্ষে মো. সোহেল রানা আকন্দ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে নিউমার্কেট থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও নিউ মার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলাটি দায়েরের পর তারা তিনজন আসামিকে গ্রেফতার ও আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। বর্তমানে ওইসব আসামি জামিনে রয়েছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে।’

মামলার তদন্তকাজ অব্যাহত আছে জানিয়ে তিনি বলেন, ‘এ ধরনের আরও নকল পণ্য বিক্রি হচ্ছে কিনা সেটাও তারা খতিয়ে দেখছেন। তদন্ত শেষে খুব শিগগিরই আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।’ 

 

/জেইউ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া