X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দুই বন্ধুর সহযোগিতায় স্ত্রীর লাশ গুম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৯, ১৬:২১আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১৮:৩৫

র‌্যাবের হেফাজতে আটক আফরোজার স্বামী ও তার দুই বন্ধু পারিবারিক কলহের জেরে স্ত্রী আফরোজাকে হত্যার পর লাশ ঘরের খাটের নিচে লুকিয়ে রাখে শাজাহান। এরপর লাশ গুম করতে বন্ধু খোকন ও মুকুলকে বাসায় ডেকে আনে সে। তিনজন মিলে আফরোজার লাশ রাতের অন্ধকারে বাড়ির পাশে থাকা সেপটি ট্যাংকে ফেলে দেয়।

আফরোজার লাশ গুম করার পর শাজাহানের কাছ থেকে খোকন চার হাজার এবং মুকুল ২৫০০ টাকা নেয়। এরপরও ফেঁসে যাওয়ার ভয়ে পরদিন স্থানীয় কাউন্সিলরকে আফরোজা হত্যার ঘটনা জানিয়ে দেয় খোকন ও মুকুল।

শুক্রবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর কাওরানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর এসব তথ্য জানান র‌্যাব-১ অধিনায়ক (সিও) লে. কর্নেল সারোয়ার বিন কাশেম।

গত ৩ জানুয়ারি গাজীপুরের ভাওরাইদ এলাকার নিজ বাসায় স্ত্রী আফরোজা বেগমকে (২৬) শ্বাসরোধে হত্যা করে শাজাহান মিয়া। বিষয়টি জানাজানি হওয়ায় পরদিন ঘটনাস্থল থেকে পুলিশ আফরোজার লাশ উদ্ধার করে। এরপর এই হত্যা ঘটনার ছায়া তদন্তে নামে র‌্যাব ১-এর একটি টিম। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাতে ডেমরা এলাকা থেকে হত্যার সঙ্গে জড়িত আফরোজার স্বামী শাজাহান মিয়া (২৮) এবং লাশ গুমে সহায়তাকারী তার দুই বন্ধু খোকন মিয়া (২২) ও মুকুল মিয়াকে (২৫) আটক করে র‌্যাব-১।

সাংবাদিকদের ব্রিফ করছেন র‌্যাব কর্মকর্তা লে. কর্নেল সারোয়ার বিন কাশেম সংবাদ সম্মেলনে র‌্যাব-১ অধিনায়ক (সিও) লে. কর্নেল সারোয়ার বিন কাশেম বলেন, ‘আট বছর আগে গাজীপুরের একটি সুতার মিলে কাজ করার সময় শাজাহান ও আফরোজার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়। সংসারে একটি কন্যা সন্তানও ছিল তাদের। কিন্তু বিয়ের পর থেকে স্ত্রীর কাছে যৌতুক দাবি করতে থাকে শাজাহান। এ কারণে তাদের মধ্যে কলহ লেগেই থাকতো।’

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘তদন্তে আমরা জানতে পেরেছি, ২০১৬ সালে আফরোজা কাজের উদ্দেশে সৌদি আরবে গিয়েছিলেন। ২০১৮ সালের মাঝামাঝি সময়ে তিনি দেশে ফিরে আসেন। এরপর স্ত্রীর কাছে বিদেশে অর্জিত টাকার হিসাব চাইতে থাকে শাজাহান। এ নিয়ে তাদের মধ্যে কলহ বেড়ে যায়।’

র‌্যাবের তদন্তে জানা যায়, গত ৩০ নভেম্বর আফরোজা ভোট দিয়ে বাসায় ফেরার পর তাকে বেধড়ক মারধর করে শাজাহান। এরপর ৩ জানুয়ারি সকালে দুজনের মধ্যে ঝগড়ার একপর্যায়ে  স্ত্রী আফরোজাকে গলা টিপে হত্যা করে শাজাহান। এরপর খাটের নিচে লাশ লুকিয়ে রাখে সে।

র‌্যাব কর্মকর্তা বলেন, ‘হত্যার পর স্ত্রীর লাশ গুম করতে শাজাহান তার বন্ধু খোকন ও মুকুলকে বাসায় ডাকেন আনে। তিনজনে মিলে ওইদিন রাতে বাসার পাশে সেপটিক ট্যাংকে আফরোজার লাশ ফেলে দেয়। গুমের পর শাজাহানের কাছ থেকে খোকন ৪ হাজার এবং মুকুল ২৫০০ টাকা নেয়। টাকা নিলেও খোকন ও মুকুল ঘটনা জানাজানির ভয়ে স্থানীয় কাউন্সিলরের কাছে বিষয়টি বলে দেয়। তারা কাউন্সিলরকে জানায়, রাতে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তারা দেখতে পেয়েছে শাজাহান তার স্ত্রীর লাশ সেপটিক ট্যাংকে ফেলে দিচ্ছে।’ তিনি বলেন, এই হত্যাকাণ্ডের মূল আসামি শাহাজানকে গ্রেফতারের পর তার অভিযোগের ভিত্তিতে খোকন ও মুকুলকেও আটক করা হয়।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

/এসজেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ