X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘উদ্যোক্তা হতে দরকার সামাজিক বুদ্ধিমত্তা’

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ জানুয়ারি ২০১৯, ১৪:০৪আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১৬:৪৪

‘উদ্যোক্তা হতে দরকার সামাজিক বুদ্ধিমত্তা’ যুক্তরাষ্ট্রের ওয়েস্টার্ন ক্যান্টাকি ইউনিভার্সিটির ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আফজাল রহিম বলেছেন, ‘উদ্যোক্তা কিংবা পেশাগত দক্ষতায় বড় ধরনের পার্থক্য গড়ে দিতে পারে সামাজিক বুদ্ধিমত্তা। এর সঙ্গে সামাজিক নেটওয়ার্ক শক্তিশালী থাকলে পেশাগত উন্নয়নে শিক্ষাগত যোগ্যতা বাধা হতে পারে না। উদ্যোক্তা উন্নয়নে এখন সবচেয়ে বেশি কার্যকর সামাজিক বুদ্ধিমত্তা।’ ঢাকা স্কুল অব ইকোনমিক্সের (ডিএসসিই) উদ্যোগে সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত সেমিনারে এসব কথা বলেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অধ্যাপক ড. আফজাল রহিম মনে করেন, ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে সামাজিক বুদ্ধিমত্তা এখন সবচেয়ে বেশি প্রয়োজন। তার মন্তব্য, এমবিএ ডিগ্রিধারী ব্যবস্থাপক ও এমবিএ ডিগ্রি নেই এমন ব্যবস্থাপক সমান হতে পারে যদি সামাজিক বুদ্ধিমত্তা থাকে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের এক হাজারের মধ্যে অর্ধেক এমবিএ ডিগ্রিধারী ব্যবস্থাপক ও অর্ধেক যারা এমবিএ নন এমন ব্যবস্থাকের মধ্যে পার্থক্য গবেষণার মাধ্যমে পরিচালনা করেছেন তিনি। তিনি দেখেছেন, সফলতার ক্ষেত্রে কোনও তারতম্য নেই। কারণ এমবিএ ডিগ্রিধারীরা সামাজিক বুদ্ধিমত্তার মাধ্যমে এগিয়ে আসছেন।

‘উদ্যোক্তা উন্নয়নে নেতৃত্ব, সামাজিক বুদ্ধিমত্তা ও আবেগের পরিমিতিবোধের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন ডিএসসিই’র চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী খলীকুজ্জমান আহমদ। তিনি বলেন, ‘দেশের উচ্চশিক্ষার গুণগত মান চালুর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে চায় ডিএসসিই। এজন্য দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে যেসব বিভাগ বা কোর্স চালু হয়নি এমন সব বিষয় পড়ানো হচ্ছে। পাশাপাশি বিভিন্ন ধরনের সেমিনারের মাধ্যমে বিশ্বের নামকরা অধ্যাপক ও গবেষকদের সঙ্গে এখানকার ছাত্রছাত্রীদের সংযোগ ঘটানো হচ্ছে। এছাড়া বিভিন্ন এক্সপো আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় আগামী ১৮ ও ১৯ জানুয়ারি আন্তর্জাতিক এক্সপো ও সামিট অনুষ্ঠিত হবে। এতে এলিভেটর পিচসহ উদ্যোক্তা হওয়ার নানান বিষয় থাকবে।’

সেমিনারে সভাপতিত্ব করেন ডিএসসিই’র উদ্যোক্তা অর্থনীতি কোর্সের সমন্বয়কারী ও অর্থনীতিবিদ ড. মুহম্মদ মাহবুব আলী। তিনি মনে করেন, বর্তমান সরকার কর্মসংস্থান সৃষ্টির জন্য উদ্যোক্তা তৈরির যে উদ্যোগ নিয়েছে সেটি অর্জন করতে হলে পাঠ্যক্রম ঢেলে সাজাতে হবে। তিনি দেশের উদ্যোক্তা শিক্ষা সম্প্রসারণে অবদান রাখায় বৈশ্বিক উদ্যোক্তা নেটওয়ার্ক কর্তৃক পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। আগামী ২ ফেব্রুয়ারি পুরস্কার গ্রহণের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
দক্ষিণ লেবাননে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ নিচ্ছে ইসরায়েল
দক্ষিণ লেবাননে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ নিচ্ছে ইসরায়েল
চট্টগ্রাম বন্দর দিয়ে ৯ মাসে ৪৩৫৫ কোটি ডলারের পণ্য রফতানি
চট্টগ্রাম বন্দর দিয়ে ৯ মাসে ৪৩৫৫ কোটি ডলারের পণ্য রফতানি
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা