X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

শিক্ষকদের সন্তানদের পড়তে হবে প্রাথমিক বিদ্যালয়ে: প্রাথমিক ও গণশিক্ষা সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৯, ২০:২৯আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২০:৪৩

ঢাকার চার উপজেলার শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে সচিবের ভিডিও কনফারেন্স শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সন্তান যারা আছে তাদের প্রাথমিক বিদ্যালয়েই পড়াতে হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা জেলার চারটি উপজেলার শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন। সাভার,দোহার, নবাবগঞ্জ এবং ধামরাই উপজেলার শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স বৈঠক করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ও সচিব আকরাম আল হোসেন ।

শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন বলেন,‘আমরা আবার নিশ্চিত করবো যে কোনও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ছেলেমেয়েরা কিন্ডার গার্টেনে পড়তে পারবে না।’

সচিব বলেন, ‘প্রাক-প্রাথমিকে গতবছর ২৮ লাখ শিক্ষার্থী ছিল, এবার ৩৫ লাখ ভর্তি হয়েছে। এরাই ক্লাস ওয়ানে যাবে। আমাদের সার্কুলার আছে যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সন্তান যারা আছে তাদের প্রাথমিক বিদ্যালয়েই পড়াতে হবে। আমরা সেটা আবারও তাদেরকে স্মরণ করে দেবো। অর্থাৎ আমরা আবার নিশ্চিত করবো যে কোনও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ছেলেমেয়েরা কিন্ডার গার্টেনে পড়তে পারবে না। এটা কঠিন হলেও আমরা করবো। মনিটরিং কার্যক্রমটা জোরদার করতে হবে। ক্লাস্টার প্রধান হিসাবে যারা কাজ করে তাদের ভিজিটিং কার্যক্রম বাড়াতে হবে। উপজেলায় যেসব কর্মকর্তা আছে তাদেরকে একেকটা স্কুলের মেনটর নিয়োগ করতে পারি। এই দায়িত্ব দেওয়া হলো।’

সচিব আরও বলেন,‘আপনাদের আশ্বস্ত করতে প্রধানমন্ত্রী ইশতেহারে যে ঘোষণা দিয়েছেন সেগুলো আমরা বাস্তবায়ন করবো। ‘জিরো টলারেন্স এগেইনস্ট করাপশন’–এটা মন্ত্রণালয় থেকে শুরু করে প্রাথমিক স্তর পর্যন্ত নিশ্চিত করা হবে।’

শিক্ষকদের পেনশন নিয়ে আকরাম আল হোসেন বলেন, ‘প্রাথমিক শিক্ষকদের রিটায়ারমেন্টের পরে তাদের পেনশন পেতে অনেক ঝামেলা হয়। ঘুষ দিতে হয়, এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো।’

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে সচিব বলেন,‘আপনারা আগামী দুই মাসের মধ্যে প্রত্যেক শিক্ষকের ডাটাবেইজ তৈরি করবেন সার্ভিস বুক সংক্রান্ত। যাতে কোন শিক্ষক, কোন প্রধান শিক্ষক কত তারিখে পিআরএলে যাবে সেটা তাকে এক মাস আগে জানিয়ে দিতে হবে। পিআরএল শুরু হওয়ার দুই মাসের মধ্যে সমস্ত আর্থিক সুবিধা যাতে নিয়ে যেতে পারেন সে ব্যবস্থা নিতে হবে। এর ব্যতয় হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এসময় শিক্ষক সমাজ যাতে কোনোভাবে হয়রানির শিকার না হয় সেদিকে নজর রাখতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

শিক্ষকদের বেতন বৈষম্য নিয়ে সচিব বলেন,‘নির্বাচনি ইশতেহারে যে ঘোষণা দেওয়া হয়েছে সেটি নিয়ে আমরা কাজ করছি। একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছে। আমি ইতোমধ্যে মন্ত্রিপরিষদ সচিব, অর্থসচিব ও জনপ্রশাসন সচিবের সঙ্গে কথা বলেছি। তারা আমার সঙ্গে একমত পোষণ করেছেন যে, বেতন বৈষম্য দূর হওয়া দরকার এবং আমরা দ্রুত কার্যক্রম শুরু করেছি। এটা শেষ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেবো। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ সমস্যার সমাধান হবে।

মন্ত্রিপরিষদ বিভাগে সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষদের নিয়োগ নীতিমালা অনুমোদন করিয়েছি। এটা ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে আছে, আজ-কালের মধ্যে পাওয়ার কথা। এটা পাওয়া গেলে সরকারি কর্ম কমিশনে আপনাদের যাদেরকে প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে পিএসসির সুপারিশ নিয়ে দ্রুত পদোন্নতির ব্যবস্থা করা হবে। আপনাদের যে সব সমস্যা আছে সেগুলো প্রতিমন্ত্রীর নেতৃত্বে সমাধানের চেষ্টা করছি। ’

প্রাথমিকে গুণগত শিক্ষার বিষয়ে সচিব বলেন, ‘মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে আমরা প্রত্যেক জেলায় একজন করে মেন্টর নিয়োগ করেছি।

সারাদেশে একই লেসন প্ল্যান (পাঠ পরিকল্পনা) তৈরি করা হবে উল্লেখ করে সচিব বলেন,‘সারা দেশে একই লেসন প্ল্যানে পড়ানো হবে। নেপকে দিয়ে লেসন প্ল্যান তৈরি করিয়েছি। এটা চূড়ান্ত করার পরে প্রত্যেক স্কুলে এটা পাঠিয়ে দেবো। বাংলাদেশের প্রত্যেক স্কুলের লেসন প্ল্যান হবে এক রকম। অর্থাৎ ঢাকার নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে পাঠদান হবে পঞ্চগড়ের একটা প্রত্যন্ত স্কুলে সেই একই পাঠ হবে। আমার যে কর্মকর্তারা মনিটরিং করবে স্কুলে গিয়ে ওই টিচারের কোনটি পড়ানোর কথা ছিল, তিনি কী পড়াচ্ছেন। একটা মনিটরিংয়ের মাধ্যমে করাপশনকে জিরো করার জন্য এ পদ্ধতি অবলম্বন করেছি। রমজান মাসে ইসলামিক ফাউন্ডেশনের নিয়মানুযায়ী সারা দেশে একই নিয়মে তারাবি হয়, সে রকম।’

এসময় প্রত্যেক স্কুলে একটি করে বুক কর্নার স্থাপন করার নির্দেশ দেন সচিব।

 

/এসএমএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৪৮ বছরে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১ কোটি ৬৩ লাখ
৪৮ বছরে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১ কোটি ৬৩ লাখ
নীতি সুদহার বাড়িয়ে সাড়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
নীতি সুদহার বাড়িয়ে সাড়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
‘ফিন্যান্সিয়াল ওভারসাইট কমিটি’র পরামর্শ সভা উদ্বোধন করলেন স্পিকার
‘ফিন্যান্সিয়াল ওভারসাইট কমিটি’র পরামর্শ সভা উদ্বোধন করলেন স্পিকার
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ