X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‌‘রিক্রুটিং এজেন্সির দ্বারা প্রতারিত হলে মন্ত্রণালয়ে অভিযোগ দিন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৯, ১৮:০১আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৮:০৯




রিক্রুটিং এজেন্সির প্রতারণার বিষয়ে মন্ত্রণালয়কে জানানোর আহ্বান কোনও রিক্রুটিং এজেন্সির দ্বারা প্রতারণার শিকার হলে তা মন্ত্রণালয়কে জানানোর আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কর্মসংস্থান) ড. আহমেদ মুনিরুস ছালেহীন। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয় আন্তরিক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আপনার পাসপোর্ট, ভিসার কপিসহ আমাদের কাছে অভিযোগ দিন। তারপরে দেখুন আমরা ব্যবস্থা নেই কিনা।’ বুধবার (১৬ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে সলিডারিটি সেন্টার আয়োজিত মানব পাচার প্রতিরোধ আইন নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

মুনিরুস ছালেহীন বলেন, ‘অতিরিক্ত টাকা দিয়ে অনেকেই বিদেশে গেছেন, এটা কেউ স্বীকার করতে চায় না। আমি অন্তত ১০০ জন লোককে ইন্টারভিউ করেছি। এ কথাটা কেউ স্বীকার করে না। আমরা অনেক জায়গায় কাজ করতে পারি না কিন্তু যেসব জায়গায় আমার কাজ করতে পারি, সেখানে কাজ করতে দিতে হবে। কোনও রিক্রুটিং এজেন্সির দ্বারা প্রতারণার শিকার হলে, আপনার পাসপোর্ট, ভিসার কপিসহ আমাদের কাছে অভিযোগ দিন। তারপরে দেখুন আমরা ব্যবস্থা নেই কিনা।’

দ্বিপাক্ষিক বৈঠকে অনেক স্পর্শকাতর বিষয়ে কথা বলা যায় না উল্লেখ করে তিনি বলেন, ‘আমার সরাসরি বলতে পারি না যে, তোমরা আমাদের মেয়েকে নির্যাতন করেছো। এক্ষেত্রে আপনারা যারা ইন্টারন্যাশনাল এনজিও আছেন, তারা কিন্তু অনেক বেশি বলতে পারেন। প্রশ্ন তুলতে পারেন যে- আপনারা কি করছেন? আমরা ইনডাইরেক্টলি বলি, আমাদের লোকদের কাছ থেকে আমরা অভিযোগ পাই। আমি আপনাদেরকে একটা জিনিস আশ্বস্ত করতে পারি, আমাদের প্রধানমন্ত্রী নারী শ্রমিকদের নির্যাতনের ক্ষেত্রে স্পষ্ট অবস্থান নিয়েছেন। এ বিষয়ে তিনি জিরো টলারেন্সে রয়েছেন। আমরা কোনোভাবেই এমন পরিস্থিতির মুখোমুখি আমাদের নারী শ্রমিকদের হতে দেবো না, যেখানে তারা অন্যায়ভাবে নির্যাতনের শিকার হবে।’

দালালদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসার বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘দালালদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসার বিষয়ে আমাদের সচিব আন্তরিক রয়েছেন। আমরা তাদেরকে আইনের আওতায়, জবাবদিহিতার আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি।’

নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে চাইলে মানব পাচারকে শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা যদি নিরাপদ, নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে চাই, তাহলে অবশ্যই মানব পাচারকে শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে। আমাদের দেশের শ্রমবাজার যদি ঠিক থাকে, ব্যবস্থাপনা যদি ঠিক থাকে, তাহলে মানবপাচার কমিয়ে আনা সম্ভব। আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সুস্পষ্ট ম্যান্ডেট হচ্ছে- নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে চাই। এটি আমাদের মন্ত্র। বিভিন্ন নামে, বিভিন্ন বাতাবরণে মানব পাচার হচ্ছে। সেটার জন্য সরকার বহুমুখী ব্যবস্থা নিচ্ছে।’

অনুষ্ঠানের শুরুতেই সলিডারিটি সেন্টারের কান্ট্রি প্রোগ্রাম ডিরেক্টর ক্রিস্টোফার জনসন বলেন, ‘আমি এফসিআই'র সঙ্গে জড়িত ৫৬টি ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি সলিডারিটি সেন্টারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে সম্মানিত বোধ করছি। মানব পাচার প্রতিরোধ, অভিবাসন আইন শক্তিশালী করার জন্য যে পরিমাণ প্রচারণা চালানো হয়েছে তা কখনোই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেনি। পৃথিবীর জনসংখ্যা অনেক বেড়েছে কিন্তু বিশ্বায়নের কারণে সেটি অনেকটাই ছোট হয়ে এসেছে। শ্রমের প্রয়োজন সব সময় ছিল এবং থাকবে। ড. মার্টিন লুথার কিং জুনিয়র এর মতে- সকল শ্রমিকই মর্যাদাপূর্ণ। প্রায়শই এই আমাদের নিয়োগকর্তাগণ এই ধারণা মানতে চান না। আমাদের এই পরিস্থিতি পরিবর্তনের জন্য কাজ করতে হবে।’

এরপর মানব পাচার প্রতিরোধ আইন ২০১২ নিয়ে বিস্তারিত আলোচনা করেন যশোর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সালেহা বেগম। এরপর প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশ অভিবাসী মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশনের (বোমসা) পরিচালক অ্যাডভোকেট সুমাইয়া ইসলাম, ওয়ারবি ডেভলপমেন্ট ফাউন্ডেশন পরিচালক জেসিয়া খাতুন, নিউ এইজের সাংবাদিক ওয়াসিম উদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন সলিডারিটি সেন্টার বাংলাদেশ অফিসের ডেপুটি কান্ট্রি প্রোগ্রাম ডিরেক্টর কেলি ফে রদ্রিগেজ।

/এসও/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা