X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ইসলামিক ফাউন্ডেশনের কর্মীদের অন্যায় না করার শপথ করালেন প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৯, ১৮:০২আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৯:৩৯

ইসলামিক ফাউন্ডেশনের কর্মীদের অন্যায় না করার শপথ করালেন প্রতিমন্ত্রী
ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের অন্যায় না করার শপথ করিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ। তিনি বলেন, ‘আমি নিজেও কোনও অন্যায় করব না, ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে অন্যায় করতে দেবো না। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করার সময় এই ওয়াদা করেই দায়িত্বভার গ্রহণ করেছি।’

বুধবার (১৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী। এ সময় ‘অন্যায় করব না, অন্যায় হতে দেবো না’ বলে সবাইকে শপথ করান তিনি।  

হজ সংক্রান্ত সব কাজ সুষ্ঠুভাবে পালন করার অঙ্গীকার করে ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ বলেন, ‘হাজিরা হচ্ছেন আল্লাহর মেহমান। তাদের চোখের পানি আমার সহ্য হয় না। আল্লাহর মেহমানদের কোনও প্রকার কষ্ট যাতে না হয়, সেজন্য সব ধরনের ব্যবস্থা ধর্ম মন্ত্রণালয় গ্রহণ করবে।’  

ইসলামিক ফাউন্ডেশনের কর্মীদের অন্যায় না করার শপথ করালেন প্রতিমন্ত্রী

এ সময় ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। তাই সন্ত্রাস ও দুর্নীতির বিষয়ে কোনও ছাড় দেওয়া হবে না। সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ধর্ম মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আব্দুল মান্নান, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর আলহাজ মিজবাহুর রহমান চৌধুরী, সিরাজ উদ্দিন আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম, পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার, জালাল আহমদ প্রমুখ।

 

/জেইউ/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনেকে ১১পি প্রকল্প অনুমোদন
একনেকে ১১পি প্রকল্প অনুমোদন
ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ বিষয়ে যা বলছে ইউনূস সেন্টার
ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ বিষয়ে যা বলছে ইউনূস সেন্টার
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে