X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, গ্রেফতার ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৯, ১১:৫৮আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১৫:২৯

প্রধানমন্ত্রীর নামে ফেসবুক পেজ খুলে প্রতারণা করার দায়ে পাঁচ জনকে গ্রেফতার করা হয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং জাতীয় নেতাদের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার ঘটনায় পাঁচজন সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) সদস্যরা। বুধবার (১৬ জানুয়ারি) রাতে রাজধানীর মগবাজার, ডেমরা, মোহাম্মদপুর, কেরানীগঞ্জ ও সাভারসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কাওরানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন, মাগুরার মোহাম্মদপুর থানার মোখলেসের ছেলে মো. ওমর ফারুক (৩০), বরিশালের কোতোয়ালি থানার মৃত আবদুর রহিমের ছেলে মো. সাব্বির হোসেন (২৪), ডেমরার কলাপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে মো. আল আমিন (২৭), বরিশালের বানারীপাড়ার মৃত আ. কাদিরের ছেলে মো. আমিনুল ইসলাম (২৫), কেরানীগঞ্জের মনহরিয়া এলাকার মৃত কাদিরের ছেলে মো. মনির হোসেন (২৯)। এ সময় তাদের কাছ থেকে ১২টি মোবাইল ফোন এবং ১টি ল্যাপটপ উদ্ধার করা হয়।

মুফতি মাহমুদ বলেন, নির্বাচনকে ঘিরে সক্রিয় হওয়া সাইবার অপরাধীচক্র এখন ভিন্নপথ অবলম্বন করছে। তারা এখন প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণা ও রাষ্ট্রবিরোধী প্রচারণা চালাচ্ছে। এসব অপরাধীকে আইনের আওতায় আনতে র‌্যাব সদস্যরা তৎপর রয়েছে।

প্রতারণার কৌশল সম্পর্কে মুফতি মাহমুদ খান বলেন, গ্রেফতার ব্যক্তিরা ভুয়া পেজে প্রধানমন্ত্রীর নামে নম্বর দিয়ে তাদের নম্বর যোগ করে দেয়। এতে অনেকে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে চাইলে ওই নম্বরে ফোন দিয়ে প্রতারণার শিকার হন। প্রতারক ব্যক্তিরা সম্প্রতি সংসদে সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম নেওয়া প্রার্থীদের ফোন দিয়ে তাদের মনোনয়ন নিশ্চিতের বিষয়ে প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা চালিয়েছিল।

তবে তারা প্রতারণা করে কত টাকা নিয়েছে এবং তাদের রাজনৈতিক পরিচয় কী, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

/আরজে/এনএল/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি