X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সুবর্ণচরের তদন্ত প্রতিবেদন গণমাধ্যমে ‘অন্যভাবে’ এসেছে: কাজী রিয়াজুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৯, ১৭:২৮আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ২০:৪১

সুবর্ণচরের তদন্ত প্রতিবেদন গণমাধ্যমে ‘অন্যভাবে’ এসেছে: কাজী রিয়াজুল হক জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে সুবর্ণচরের ঘটনায় যে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে তা সঠিকভাবে গণমাধ্যমে আসেনি বলে অভিযোগ করেছেন সংস্থাটির চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। তিনি বলেছেন, ‘সুবর্ণচরে ধর্ষণের ঘটনায় দোষী যে-ই হোক না কেন, তাকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে—এ কথাটি আমরা মিডিয়ার কাছে বলেছিলাম। সবার বোঝার স্বার্থে আমরা পুরো প্রতিবেদন দিয়ে দিয়েছিলাম। কিন্তু সুবর্ণচরের তদন্ত প্রতিবেদন গণমাধ্যমে অন্যভাবে এসেছে। মেসেজটাকে যেভাবে নেওয়া হয়েছে, সেটা কিন্তু আমাদের মেসেজ ছিল না।’

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত বেসরকারি সংস্থা অ্যাকশন এইডের গবেষণা প্রতিবেদন উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, ‘আমাদের কাছে মুখ্য বিষয় ছিল একজন নারী ধর্ষণের শিকার হয়েছেন কিনা। এটাই আমাদের মুখ্য বিষয় ছিল। আমরা এটাই তদন্ত করি। নির্বাচন সংক্রান্ত যেসব অভিযোগ এসেছে, আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে তা পাঠিয়ে দিতে বলেছি। আমরা তো সেখানে হাত দিতে পারবো না। নির্বাচন সংক্রান্ত ব্যাপারে কে কাকে ভোট দিয়েছে, কে কোন দলের লোক, সেটা তারা দেখবে। সেটা তো আমাদের তদন্ত রিপোর্টে আসতে পারে না এবং আমরা এ ধরনের কোনও কথাও বলি নাই।’

তিনি আরও বলেন, ‘সুবর্ণচরের ঘটনা যেদিন পত্রিকায় আসে, সেটা আমি দেখার সঙ্গে সঙ্গে একটি কমিটি গঠন করলাম। কমিটি করে আমরা তাদের পাঠিয়ে দিলাম ঘটনাস্থলে। ২ জানুয়ারি তারা সারা দিন সেখানে থেকে তদন্ত করেছেন। তারা ফিরে আসার পর ৩ তারিখে রিপোর্ট তৈরি করে। মাঝখানে দুই দিন শুক্র ও শনিবার থাকায় ৬ তারিখে আমরা রিপোর্ট দেখে ওয়েবসাইটে দিয়ে দেই। তদন্ত কমিটি যখন কোনও রিপোর্ট করে, আমরা সেটা ওয়েবসাইটেই দিয়ে দেই। কারণ, আমাদের প্রত্যেকের স্বাধীনতা আছে যে কারা কী বলছে তা জানানোর, তদন্ত কমিটির রিপোর্টে কী আছে তা জানার অধিকার আছে মানুষের।’

রিয়াজুল হক আরও বলেন, ‘আমরা বলেছিলাম ওই নারী ধর্ষণের শিকার হয়েছেন, তাকে প্রচণ্ডভাবে আঘাত করা হয়েছে। সুতরাং তার সঙ্গে যারাই এরকম করেছে, সে যে-ই হোক না কেন, তাকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই কথাটি আমরা মিডিয়ার কাছে বলেছিলাম। সবার বোঝার স্বার্থে আমরা পুরোটাই দিয়ে দিয়েছিলাম। কিন্তু মেসেজটাকে যেভাবে নেওয়া হয়েছে, সেটা কিন্তু আমাদের মেসেজ ছিল না। আপনাদের মনে রাখতে হবে, আমরাই একমাত্র সংস্থা, যারা প্রথমেই ওই জায়গায় গিয়েছিলাম।’

অ্যাকশন এইড বাংলাদেশ-এর ডেপুটি ডিরেক্টর ফারিয়া চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল করিম, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর সামিয়া হক, ভিকটিম সাপোর্ট সেন্টারের উপ-কমিশনার ফরিদা ইয়াসমিন প্রমুখ।

/এসও/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা