X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

উদ্যোক্তা তৈরির কারিগর হবে ডিএসসিই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৯, ২৩:২৮আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ২৩:২৮

বক্তব্য রাখছেন ড. কাজী খলীকুজ্জমান আহমদ দেশে নতুন নতুন উদ্যোক্তা তৈরি কারিগর হবে ঢাকা স্কুল অব ইকোনমিক্স (ডিএসসিই)। প্রতিষ্ঠিত উদ্যোক্তাদের সঙ্গে নতুন উদ্যোক্তা হতে আগ্রহীদের সঙ্গে যোগসূত্র স্থাপন করবে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে এগিয়ে যাবে দেশের অর্থনীতি। এজন্য সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও এগিয়ে আসা প্রয়োজন। শনিবার (১৯ জানুয়ারি) রাজধানীর ডিএসসিই এন্টারপ্রেনারশিপ ক্লাবের উদ্যোগে উদ্যোক্তা সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

প্রথম আন্তর্জাতিক উদ্যোক্তা সম্মেলন ও প্রদর্শনীর সমাপনীতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ডিএসসিই’র গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ। তিনি জানান, ডিএসসিই অভিজ্ঞদের সঙ্গে নতুনদের যোগসূত্র তৈরি করতে কাজ করে যাচ্ছে।

ড. কাজী খলীকুজ্জমান আহমদ আরও বলেন, ‘অর্থনীতি এগিয়ে নিতে হলে উদ্ভাবন প্রয়োজন। নতুন উদ্যোক্তা তৈরি হতে হবে। কিন্তু সমাজের নানান জায়গায় নিচের দিকের লোকজনদের দাবিয়ে রাখার চেষ্টা করা হয়। তাই উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে এসব বাধা পাশ কাটিয়ে এগিয়ে যেতে হবে।’

বিশেষ অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. আইনুল ইসলাম মনে করেন, দেশে নতুন উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ সহজে অতিক্রমের জন্য সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নিতে হবে। তার মন্তব্য, ‘বলেন, একটি ব্যবসা শুরু করতে নানান ধাপ পার হতে হয়। এসব ধাপে নতুন উদ্যোক্তারা প্রত্যাশিত সহযোগিতা পান না। এমনকি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও সার্বিক সহযোগিতা করতে চায় না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিই’র উদ্যোক্তা অর্থনীতি বিভাগের প্রোগ্রাম কো-অর্ডিনেটর প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী। তিনি বলেছেন, ‘সরকারের কর্মসংস্থান পরিকল্পনায় নতুন উদ্যোক্তা তৈরি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। নতুন উদ্যোক্তা তৈরির জন্য ডিএসসিই কারিগরের ভূমিকা নিতে পারে। সেজন্য উদ্যোক্তা বিষয়ে পর্যাপ্ত তথ্যভাণ্ডার গড়ে তোলা প্রয়োজন। উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতার জন্য প্রতি বছর একটি নির্দিষ্ট দিনকে উদ্যোক্তা দিবস ঘোষণা ও একটি উদ্যোক্তা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে তা কার্যকর করা এখন সময়ের দাবি।’

গতকাল শুক্রবারের আয়োজনে ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ তরুণ উদ্যোক্তারা ১৫টি গ্রুপে নতুন ব্যবসায়িক ভাবনা তুলে ধরেন। সেখান থেকে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন সাজ্জাদ বিপ্লব (ডায়াফুড উদ্যোক্তা ধারণা) ও সাহানোয়ার সাইদ শাহীন (ইজি কৃষি বিজি কৃষক ধারণা)। সমাপনী আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন ডিএসসিই’র সহকারী অধ্যাপক রেহেনা পারভীন।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা