X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দক্ষিণ এশিয়ায় লিঙ্গভিত্তিক মজুরির পার্থক্য সবচেয়ে বেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৯, ১৫:৩৩আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৫:৩৬

লিঙ্গভিত্তিক মুজরি বৈষম্য বিষয়ে সংবাদ সম্মেলন দক্ষিণ এশিয়ায় লিঙ্গভিত্তিক মজুরির পার্থক্য সবচেয়ে বেশি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট অর্থনীতিবিদ এ এম আকাশ। তিনি বলেন, ‘বিশ্বব্যাপী দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে মজুরি বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। তবে দক্ষিণ এশিয়ায় এ বৈষম্য সবচেয়ে বেশী। তবে ১৯৯০ থেকে ২০১৩ সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় বসবাসকারী দরিদ্র লোকের সংখ্যা ২৪৮.৮ মিলিয়ন হ্রাস পেয়েছে। দরিদ্র মানুষের সংখ্যা কমলেও পালমা রেশিও বা বৈষম্যের সূচকে দক্ষিণ এশিয়ার ১০ শতাংশ ধনী ব্যক্তির জাতীয় আয়কে (জিএনআই) ৪০ শতাংশ দরিদ্র ব্যক্তির সামগ্রিক আয় দিয়ে ভাগ করে দেখা যায় ১০ শতাংশ আয়ের তুলনায় ৪০ শতাংশের আয় হ্রাস পেয়েছে।’

মঙ্গলবার (২২ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ নারী প্রগতি সংঘ ও সাউথ এশিয়া অ্যালায়েন্স ফর প্রভারটি ইরোডিকেশন (স্যাপি) আয়ো‌জিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ক্ষমতাশালীরা ঐক্যবদ্ধ হয়ে মজুরি বৈষম্য বজায় রাখছে। যেখানে বাজার ও অর্থের একচ্ছত্র আধিপত্য তাদের হাতে কুক্ষিগত। ইকোনোমিক ফোরাম অর্থনৈতিক আলোচনা নামে ধনী, অভিজাত এবং বহুজাতিক করপোরেশনগুলো জলবায়ুকে ধ্বংস করছে। নারী শ্রমিক ও আদিবাসী জনগণের অধিকারগুলো ছিন্ন করতে মুনাফা ও শক্তি প্রয়োগ করছে।

আইএলও’র ওমেন এট ওয়ার্ক ট্রেন্ডস ২০১৬ প্রতিবেদনের উল্লেখ করে বক্তারা বলেন, বিশ্বব্যাপী শ্রমবাজারে নারীদের অংশগ্রহণের হার ৫২.৪ শতাংশ থেকে ৪৯.৬ শতাংশে কমে এসেছে। সারা বিশ্বে পুরুষদের চেয়ে নারীরা ২৪ শতাংশ কম মজুরি পেয়ে থাকে। সন্তান আছে এবং সন্তান নেই এমন নারীর যথাক্রমে ৩৫ শতাংশ ও ১৪ শতাংশ মজুরি কম পেয়ে থাকেন। কিছু সংখ্যক ব্যক্তির হাতে সম্পদ ও ক্ষমতা থাকায় এধরনের বৈষম্য বাড়ছে।

বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক নারী নেত্রী রোকেয়া কবীরের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএমএ’র সাবেক সভাপতি ডা. রশিদ-ই-মাহবুব, শ্রমিক নেতা আবুল হোসেন, ডা. লেলিন চৌধুরী, বাপা’র সাধারণ সম্পাদক এমএ মতিন, নূমান আহমেদ খান প্রমুখ।

 

‌/এইচএন/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!