X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

প্রতীকের আত্মহত্যায় প্ররোচকদের বিচার চাইলেন ঢাবির শিক্ষক-শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৯, ১৫:৩৬আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৬:১০




প্রতীকের আত্মহত্যায় প্ররোচনা দানকারীদের বিচার দাবিতে ঢাবির শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুর রহমান প্রতীকের আত্মহত্যার সুষ্ঠু তদন্ত ও আত্মহত্যার ঘটনার প্ররোচনা দানকারী শিক্ষকদের বিচার দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত মানববন্ধন থেকে তারা এ দাবি জানান।

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, ‘আজকে আমরা সবাই ভারাক্রান্ত মন নিয়ে এখানে উপস্থিত হয়েছি। প্রতীক আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তবে বিশ্বাস করুন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতীকরা ভেতরে ভেতরে এমনই গুমরে গুমরে মারা যাচ্ছে। প্রতিটা বিশ্ববিদ্যালয়ে প্রতীকরা আছে এবং প্রতিদিন তারা মারা যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, একজন শিক্ষকের সব চাইতে বড়গুণ, সব চাইতে বড় যোগ্যতা তিনি কত ভালো ক্লাস নেন, সেটি না। তিনি কত বড় পণ্ডিত সেটি না। আমার বিবেচনায় এবং আমি বিশ্বাস করি। একজন শিক্ষকের সব চাইতে বড় গুণ হল তিনি শিক্ষার্থীদের কতটা ভালোবাসেন। তাদের কতটা ভালো চান এটি দিয়ে হতে পারে একজন শিক্ষকের প্রকৃত মূল্যায়ন। এক্ষেত্রে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতীকের শিক্ষকরা আমার বিবেচনায় শূন্য নম্বর পেয়েছেন।’

প্রথম শ্রেণিতে প্রথম একজন শিক্ষার্থীর সুপারভাইজার না পাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এটা ষড়যন্ত্র। একে আমি তিনভাবে দেখেছি। আমি দেখেছি, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক যে রাজনীতি করেন, সে রাজনৈতিক মতাদর্শের কোনও শিক্ষার্থীকে হয়তো তিনি শিক্ষক হিসেবে নিয়োগ পাইয়ে দিতে চেয়েছেন। অথবা তার বাড়ি কোথায়? এরকম খুবই জঘন্য আঞ্চলিক মানসিকতার শিকার হতে পারে প্রতীক। আরেকটা হলো ব্যক্তিগত আনুগত্য। একজন শিক্ষার্থী শিক্ষকের প্রতি কতটা অনুগত থাকবে। অথচ আমরা মনে করি, জ্ঞানের চর্চা হতে হবে উম্মুক্ত জায়গায় মুক্তভাবে, বদ্ধ জায়গায় জ্ঞানের চর্চা হয় না। সে জায়গাটি কী আমরা নির্মাণ করতে পেরেছি?’

তিনি ঘটনার পেছনে কোনও শিক্ষক যদি জড়িত থাকেন তাদের যথাযথ বিচার দাবি করেন।

কর্মসূচিতে বাংলা বিভাগের অবসর প্রাপ্ত অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, ভাষা বিজ্ঞান অনুষদের চেয়ারম্যান সালমা নাসরীন প্রমুখ।

প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের ২০১১-১২ সেশনের ছাত্র সাইফুর রহমান প্রতীকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রতীকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তার বিভাগের শিক্ষকদের অসহোগিতার কারনে প্রতীক মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এ কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

/টিটি/
সম্পর্কিত
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে সাপ্তাহিক ছুটি কমতে পারে
শিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতন চলতে পারে না: মানবাধিকার কমিশন
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়