X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নির্বাচনি প্রচারণায় সম্পৃক্ততা শিল্পীদের প্রত্যাশা বাড়িয়েছে: জায়েদুল আহসান পিন্টু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৯, ১৮:১৩আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৯:২০

বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির সম্পাদক জায়েদুল আহসান পিন্টু ‘সংরক্ষিত আসনে মনোনয়নপ্রার্থী সেলিব্রেটিরা’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির সম্পাদক জায়েদুল আহসান পিন্টু বলেছেন, ‘শিল্পীদের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা বেড়েছে,  এটাকে ইতিবাচকভাবেও দেখা যায়। আমি মনে করি,  আওয়ামী লীগ এবারের নির্বাচনে তাদের জন্য জায়গাটা করে দিয়েছে। এবার নির্বাচনি প্রচারণায় আওয়ামী লীগ যেভাবে শিল্পীদের নিয়ে এসেছে অথবা তারা নিজে থেকে এসেছে; যেভাবেই হোক, সম্পৃক্ততা যেভাবে বেড়েছে। তাতে তাদের মধ্যে প্রত্যাশা জন্মেছে – আমি যদি একটু চেষ্টা করি তাহলে সংসদ সদস্য হতে পারবো।’

তিনি আরও বলেন, ‘রাজনীতিতে বিভিন্ন পেশার মানুষের সম্পৃক্ততা বেড়েছে। এটার প্রতিফলন দেখা যাবে তাদের মধ্য থেকে আওয়ামী লীগ সভাপতি কতজনকে বেছে নেন। যদি দেখা যায়, অভিনয়শিল্পীদের মধ্যে থেকে অনেককে নিয়েছেন তবে পরবর্তী নির্বাচনে দেখবেন এই সংখ্যাটা আরও বাড়ছে। এখানে লাভ, ক্ষতি, পদবি, স্বার্থ নানা হিসাব-নিকাশ থাকতে পারে। এক্ষেত্রে আমার মনে হয়, আওয়ামী লীগ সভাপতি যেহেতু জায়গাটি করে দিয়েছেন, আওয়ামী লীগ তাদের কাছ থেকে নিয়েছে, সে কারণে আওয়ামী লীগের কাছ থেকে শিল্পীরা চাইতেই পারে। রাজনীতিতে লেনদেনের বিষয়টা এখানেই। সংরক্ষিত আসনে যাদের নির্বাচিত করা হয়, তাদের তো কোনও দায়িত্ব নেই। সংবিধানের ১৫৩টি অনুচ্ছেদের কোথাও খুঁজে পাবেন না সংরক্ষিত আসনের সাংসদের দায়িত্ব কী? আপনি বলতে পারেন, সরাসরি যারা নির্বাচিত হয়েছেন তাদের সমান দায়িত্ব থাকতে পারে। বাস্তবে কিন্তু এটার সুযোগ নেই।’

ছবি: সাজ্জাদ হোসেন 

 

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা