X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

নির্বাচনি প্রচারণায় সম্পৃক্ততা শিল্পীদের প্রত্যাশা বাড়িয়েছে: জায়েদুল আহসান পিন্টু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৯, ১৮:১৩আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৯:২০

বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির সম্পাদক জায়েদুল আহসান পিন্টু ‘সংরক্ষিত আসনে মনোনয়নপ্রার্থী সেলিব্রেটিরা’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির সম্পাদক জায়েদুল আহসান পিন্টু বলেছেন, ‘শিল্পীদের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা বেড়েছে,  এটাকে ইতিবাচকভাবেও দেখা যায়। আমি মনে করি,  আওয়ামী লীগ এবারের নির্বাচনে তাদের জন্য জায়গাটা করে দিয়েছে। এবার নির্বাচনি প্রচারণায় আওয়ামী লীগ যেভাবে শিল্পীদের নিয়ে এসেছে অথবা তারা নিজে থেকে এসেছে; যেভাবেই হোক, সম্পৃক্ততা যেভাবে বেড়েছে। তাতে তাদের মধ্যে প্রত্যাশা জন্মেছে – আমি যদি একটু চেষ্টা করি তাহলে সংসদ সদস্য হতে পারবো।’

তিনি আরও বলেন, ‘রাজনীতিতে বিভিন্ন পেশার মানুষের সম্পৃক্ততা বেড়েছে। এটার প্রতিফলন দেখা যাবে তাদের মধ্য থেকে আওয়ামী লীগ সভাপতি কতজনকে বেছে নেন। যদি দেখা যায়, অভিনয়শিল্পীদের মধ্যে থেকে অনেককে নিয়েছেন তবে পরবর্তী নির্বাচনে দেখবেন এই সংখ্যাটা আরও বাড়ছে। এখানে লাভ, ক্ষতি, পদবি, স্বার্থ নানা হিসাব-নিকাশ থাকতে পারে। এক্ষেত্রে আমার মনে হয়, আওয়ামী লীগ সভাপতি যেহেতু জায়গাটি করে দিয়েছেন, আওয়ামী লীগ তাদের কাছ থেকে নিয়েছে, সে কারণে আওয়ামী লীগের কাছ থেকে শিল্পীরা চাইতেই পারে। রাজনীতিতে লেনদেনের বিষয়টা এখানেই। সংরক্ষিত আসনে যাদের নির্বাচিত করা হয়, তাদের তো কোনও দায়িত্ব নেই। সংবিধানের ১৫৩টি অনুচ্ছেদের কোথাও খুঁজে পাবেন না সংরক্ষিত আসনের সাংসদের দায়িত্ব কী? আপনি বলতে পারেন, সরাসরি যারা নির্বাচিত হয়েছেন তাদের সমান দায়িত্ব থাকতে পারে। বাস্তবে কিন্তু এটার সুযোগ নেই।’

ছবি: সাজ্জাদ হোসেন 

 

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামপাল বিদ্যুৎকেন্দ্রের কারণে আমরা ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি: রিজভী
রামপাল বিদ্যুৎকেন্দ্রের কারণে আমরা ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি: রিজভী
৭৮তম কান উৎসব: নগ্নতা, শুল্ক, যুদ্ধ এবং ‘আলী’
কান উৎসব ২০২৫৭৮তম কান উৎসব: নগ্নতা, শুল্ক, যুদ্ধ এবং ‘আলী’
সড়ক ও জনপথের প্রকল্প পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা
সড়ক ও জনপথের প্রকল্প পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা
আশিক চৌধুরীর ব্যক্তিগত তথ্য শেয়ার করে বিডার দুঃখ প্রকাশ
আশিক চৌধুরীর ব্যক্তিগত তথ্য শেয়ার করে বিডার দুঃখ প্রকাশ
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি