X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শাহবাগ চত্বরে মুক্তিযোদ্ধা সন্তানদের অবস্থান কর্মসূচি পালিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৯, ১৯:০৯আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৯:১৪

চাকরিতে কোটা সংরক্ষণের দাবিতে শাহবাগে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের অবস্থান কর্মসূচি

রাজধানীর শাহবাগে ৩০ শতাংশ কোটা বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের সন্তান ও চাকরি প্রার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় সরকারের প্রতি তারা ছয়দফা দাবি পেশ করেন। এরপর পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

মঙ্গলবার বিকালে পৌনে ৪ টার দিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ চত্বরে এসে অবস্থান নেন। এসময় তারা সড়ক বন্ধ করে দিয়ে বিক্ষোভ করতে থাকেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের চাকরিতে সুযোগ করে দিয়েছেন। তা কেউ বাতিল করতে পারে না। আমরা আমাদের চাকরিতে ৩০ শতাংশ কোটা বহাল চাই।’

চাকরিতে কোটা সংরক্ষণের দাবিতে শাহবাগে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের অবস্থান কর্মসূচি

তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের কোট ষড়যন্ত্র করে স্বাধীনতার বিপক্ষের শক্তি ও রাজাকাররা বাতিল করার জন্য চাপ দিয়েছিল। আমরা তাদের বিচার চাই। যারা মুক্তিযোদ্ধাদের অপমান করেছে, তাদের বিচারের মুখোমুখি করতে হবে।’

অবস্থান কর্মসূচি থেকে ছয় দফা দাবি সংবলিত একটি লিফলেট প্রচার করা হয়। দাবিগুলো হলো-

১. সরকারি সকল চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল সংরক্ষণ, বিশেষ কমিশন গঠন করে প্রিলিমিনারি থেকে শতভাগ বাস্তবায়ন এবং স্বাধীনতা পরবর্তী সময় থেকে বর্তমান সময় পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত পদগুলো বিশেষ নিয়োগের মাধ্যমে পূরণ করতে হবে।

২. রাজাকারসহ স্বাধীনতাবিরোধী ও তাদের বংশধরদের সরকারি সব  শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও নিয়োগের অযোগ্য ঘোষণা এবং চাকরিরতদের ক্ষেত্রে চাকরিচ্যুত করতে হবে।

৩. জাতির পিতা ও তার পরিবারসহ বীর মুক্তিযোদ্ধা পরিবারের অবমাননাকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৪. বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও পারিবারিক সুরক্ষা আইন প্রণয়ন  এবং প্রয়োগ নিশ্চিত করতে হবে।

৫. সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সকল প্রকার অপপ্রচার বন্ধ, কোটা সংস্কার আন্দোলনের নামে স্ব-ঘোষিত রাজাকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসির বাসভবনে হামলাসহ সকল প্রকার অরাজকতা সৃষ্টিকারী স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে যথাযথ এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৬. সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের বয়সসীমা প্রচলিত নিয়ম অনুযায়ী আনুপাতিক হারে বাড়াতে হবে।

প্রায় সোয়া এক ঘণ্টা শিক্ষার্থীরা সেখানে অবস্থান করেন। এরপর শাহবাগ থানার পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি করেছে। তারা তাদের দাবি জানিয়ে সড়ক থেকে আবার চলে গেছে।’

/এআরআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!