X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

‘টাকা চাইতে গিয়ে’ পল্টন থানা ছাত্রলীগের সভাপতিসহ আটক ১৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৯, ২৩:৩৭আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ০১:২৩

আটক

পল্টন থানা ছাত্রলীগের সভাপতি শেখ নাজমুল হোসাইন মিরনসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, আটককৃতরা পল্টনে একটি বহুতল ভবনের ভেতরে তুহিন নামে এক ব্যক্তির কাছে টাকা দাবি করেছিলেন।

মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকালে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন পল্টন থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম।

এসআই রেজাউল করিম বলেন, ‘পল্টন আযাদ প্রডাক্টস ভবনের একটি অফিসে তুহিন নামে এক ব্যক্তির কাছে টাকা চেয়েছিল শেখ নাজমুল হোসাইন মিরন। সে দাবি করেছে, তুহিনের কাছে টাকা পায়। এ নিয়ে সেখানে ঝামেলা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের ১৭ জনকে আটক করে থানায় নিয়ে এসেছে। এখন তারা থানায় রয়েছে। তবে এখনও কোনও মামলা হয়নি।’

আযাদ প্রডাক্টস ভবনে অভিযানে যাওয়া অন্য এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘তুহিন নামে এক ব্যক্তিকে তারা (মিরন ও তার সহযোগীরা) মারধর করেছে। এ সময় খবর পেয়ে সেখানে পুলিশ যাওয়ার পর তারা পুলিশেরও ওপরও চড়াও হয়। এরপর পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘মোবাইল ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। সেখানে গিয়ে পুলিশ তাদের মারামারি করতে দেখে। এ সময় মিরন ও তুহিনের পক্ষের ১৭ জনকে আটক করে নিয়ে আসে পুলিশ।’

তিনি আরও জানান, আযাদ প্রডাক্টস বিল্ডিংয়ের ১৮ তলায় এ ঘটনা ঘটে। সেখানে দৈনিক ভোরের চেতনা ও বিশ্বাস ট্রেডার্স নামে দু’টি অফিস রয়েছে।

এদিকে, ছাত্রলীগের নেতাকর্মীরা পল্টন থানা পুলিশের কাছে দাবি করেছেন, বিশ্বাস ট্রেডার্স ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান আছে তুহিনের, যিনি বিভিন্ন লোককে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেন। তুষার নামে এক ব্যক্তির কাছ থেকেও টাকা নিয়েছেন তুহিন। সেই টাকা আদায় করতে তুষার ছাত্রলীগের নেতাদের কাছে যান। তার টাকা উদ্ধার করতে গিয়েছিলেন পল্টন থানা ছাত্রলীগের সভাপতি। তখন মারধরের ঘটনা ঘটে।

পল্টনের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। পুলিশের কাজে বাধা ও মারধরের অভিযোগ আনা হয়েছে মামলায়। এতে ১৭ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের বুধবার (২৩ জানুয়ারি) সকালে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন ডিএমপির মতিঝিল জোনের অতিরিক্ত উপকমিশনার শিবলী নোমান।

 

/এআরআর/এমএ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্লাস চলাকালে অসুস্থ ৩৫ শিক্ষার্থী, স্কুল ছুটি ঘোষণা
ক্লাস চলাকালে অসুস্থ ৩৫ শিক্ষার্থী, স্কুল ছুটি ঘোষণা
১১ দিন পর করোনায় আবারও মৃত্যু
১১ দিন পর করোনায় আবারও মৃত্যু
ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে, আশা স্বাস্থ্যমন্ত্রীর
ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে, আশা স্বাস্থ্যমন্ত্রীর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার