X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রাজধানীতে পুলিশকে আক্রমণের চেষ্টা, গুলিবিদ্ধ একজন ঢামেকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫১আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৬



ঢামেক রাজধানীর শাহবাগে পুলিশের শর্টগানের গুলিতে মাসুদ (৪৫) নামের এক ব্যক্তি আহত হয়েছে। শনিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।


পুলিশ বলছে, ছিনতাই করার সময় পুলিশি বাধা পেয়ে মাসুদসহ তিন ছিনতাইকারী তাদের ওপর হামলার চেষ্টা চালায়। তবে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন মাসুদ বলছে ভিন্ন কথা।
গুলিবিদ্ধ অবস্থায় রবিবার (১০ ফেব্রুয়ারি) ভোরের দিকে মাসুদকে ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বাংলা ট্রিবিউনকে জানান, গতকাল (শনিবার) রাতে মোটরসাইকেলে করে তিন ছিনতাইকারী শাহবাগ এলাকায় ছিনতাই করছে— এমন সংবাদের ভিত্তিতে পুলিশ শিশুপার্কের ইটগেটের সামনে ব্যারিকেড দিয়ে তাদের গতিরোধ করে। এতে ছিনতাইকারীরা চাপাতি দিয়ে পুলিশের ওপর আক্রমণ চালানোর চেষ্টা করলে পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এতে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। বাকি দুই ছিনতাইকারী দ্রুত পালিয়ে যায়।
ওসি আবুল হাসান জানান, ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করাসহ চাপাতি উদ্ধার করা হয়েছে। জব্দ মোটরসাইকেলটি অন্য জায়গা থেকে ছিনতাই করে নিয়ে এসেছিল তারা।
তিনি জানান, মাসুদের বাম পায়ের হাঁটুর নিচে শর্টগানের গুলি লেগেছে। পালিয়ে যাওয়া দুই ছিনতাইকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
পুলিশের গুলিতে আহত মো. মাসুদ জানিয়েছে, তার বাসা কেরানীগঞ্জের জিনজিরা চরাইলে। সেখানে তার বোরকা তৈরির কারখানা রয়েছে। স্ত্রীর নাম কোহিনুর বেগম। তাদের চার মেয়ে ও এক ছেলে। স্থায়ী ঠিকানা ঢাকার নবাবগঞ্জে।
মাসুদ দাবি করে, শনিবার সন্ধ্যা ৬টার দিকে শাহবাগে বইমেলার কাছ থেকে পুলিশ আটক করে নিয়ে যায়। পরে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে তার বাম পায়ে গুলি করা হয়।
আহত মাসুদ ঢামেক হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে পুলিশ পাহারায় ভর্তি রয়েছে।


/এসজেএ/এআইবি/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়