X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সাবেক সচিব আখতার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০০

আদালত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব এ এন এইচ আখতার হোসেনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলা বাতিলের আবেদনের খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে বিচারিক আদালতে থাকা মামলাটির ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে আগামী ছয় মাসের মধ্যে এ মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। এর ফলে আখতার হোসেনের  বিরুদ্ধে দুর্নীতির মামলাটি চলতে আর কোনও বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার (১১ ফেব্রুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামি পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ কে এম শামসুদ্দিন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী কামরুন্নেছা রত্না।

প্রসঙ্গত, আখতার হোসেন দায়িত্বে থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে বিদ্যুৎ বিভাগের অধীন ডেসকোর কর্মকর্তা-কর্মচারী ও পর্ষদ সদস্যদের জন্য সংরক্ষিত তিন লাখ ১৭ হাজার ৭৯৮টি প্রাথমিক শেয়ারের মধ্য থেকে ৬১ হাজার শেয়ার নিজের দখলে রাখেন। পরে দুর্নীতি আইনে দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম ২০০৭ সালের ৮ আগস্ট শাহবাগ থানায় মামলা দায়ের করেন।

এরপর হাইকোর্টে মামলাটি বাতিলের আবেদন করলে ২০০৮ সালের ৬ জানুয়ারি মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি এবং মামলাটি তিন মাসের জন্য স্থগিত করা হয়। ফলে দীর্ঘদিন ধরে ঢাকার মেট্রোপলিটন আদালতে মামলাটির কার্যক্রম স্থগিত ছিল ও এর তদন্তও বন্ধ ছিল। সোমবার হাইকোর্ট আগের স্থগিতাদেশ প্রত্যাহার করায় তার বিরুদ্ধে মামলাটি চলতে আর কোনও বাধা রইলো না।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা