X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

এবার এক নারীকে আত্মহত্যা থেকে বাঁচালো পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৯, ০২:১৪আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০২:১৪

 

জরুরি সেবা 999 এবার এক নারীকে আত্মহত্যা থেকে বাঁচিয়েছে পুলিশ। ওই নারীর স্বামী জাতীয় জরুরি সেবা 999 এ ফোন করে জানায় তার স্ত্রী আত্মহত্যার চেষ্টা করছে। পরে পুলিশ তার বাসায় গিয়ে জানালা ভেঙে ভেতরে ঢুকে ওই নারীকে উদ্ধার করে। সোমবার (১১ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে রংপুরে। জাতীয় জরুরি সেবা 999 এ দায়িত্বরত পুলিশের এএসপি মিরাজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এএসপি মিরাজুর রহমান জানান, ‘সোমবার দুপুর সোয়া একটার দিকে রংপুর থেকে রহিম নামে এক ব্যক্তি ফোন করে তার স্ত্রী আত্মহত্যার চেষ্টা করছে বলে জানান। পরে রংপুরের বদরগঞ্জ থানার উপ-পরিদর্শক সরোয়ার পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে জানালা ভেঙে ঘরে ঢুকে নুরানী বেগম নামের ওই নারীকে উদ্ধার করেন।

পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জের ধরে ওই নারী আত্মহত্যার চেষ্টা করছিল। তাকে কাউন্সেলিং করে আত্মহত্যা যে কোনও সমাধান নয়, তা বোঝানো হয়। পরে তাকে পরিবারের হেফাজতে দেওয়া হয়।

এর আগে গত শনিবার মধ্যরাতে ঢাকার মোহাম্মদপুরে এক যুবক আত্মহত্যার চেষ্টা করলে পটুয়াখালী থেকে তার বোন বিষয়টি জাতীয় জরুরি সেবা 999 এ ফোন করে ভাইকে বাঁচানোর আকুতি জানান। পরে মোহাম্মদপুর থানার রাত্রিকালীন দায়িত্বরত উপ-পরিদর্শক ইউসুফ আলী তাৎক্ষণিক তার বাসায় গিয়ে নিজেদের হেফাজতে নেন। দিনভর কাউন্সেলিং করার পর তাকে আবারও অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

উল্লেখ্য, পেনাল কোডের ৩০৯ ধারা অনুযায়ী আত্মহত্যা করতে চাওয়া শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধের দণ্ড হিসেবে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। এক্ষেত্রে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করতে পারে।

/এনএল /আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মুম্বাইয়ের সঙ্গে দীর্ঘ সময় খেললে ব্রেইন ফেটে যাবে’
‘মুম্বাইয়ের সঙ্গে দীর্ঘ সময় খেললে ব্রেইন ফেটে যাবে’
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা
দলের সিদ্ধান্ত অমান্য করে ভোটে লড়ছে ভাই-ছেলে, শাজাহান খান বললেন, ‘পরিবারের ঐতিহ্য’
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত অমান্য করে ভোটে লড়ছে ভাই-ছেলে, শাজাহান খান বললেন, ‘পরিবারের ঐতিহ্য’
সিলিং ফ্যানের যত্নে ৬ টিপস
সিলিং ফ্যানের যত্নে ৬ টিপস
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান