X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধের মূল্যবোধ চলচ্চিত্রের মাধ্যমে গণমানুষের কাছে পৌঁছে দিতে হবে: বিমান প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৩০আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৪৩

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী

মহান মুক্তিযুদ্ধের চেতনায় ও প্রেক্ষাপটে তৈরি চলচ্চিত্রের আবেদন কখনও কমবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি বলেছেন, ‘চলচ্চিত্র সমাজের দর্পণ। মুক্তিযুদ্ধের মূল্যবোধ চলচ্চিত্রের মাধ্যমে গণমানুষের কাছে পৌঁছে দিতে হবে।’

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকালে সুফিয়া কামাল জাতীয় গ্রন্থাগারে ঢেঁকি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এসময় মাহবুব আলী বলেন, ‘স্বাধীনতা আমাদের সবচেয়ে বড় অর্জন। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল কিছু মূল্যবোধ ও লক্ষ্যকে সামনে রেখে। আমাদের দায়িত্ব মুক্তিযুদ্ধের সেই মূল্যবোধের লালন ও প্রসার করা।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘১৯৭১ সালে যে মূল্যবোধ সামনে রেখে আমাদের মহান মুক্তিযোদ্ধারা জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, সেই মূল্যবোধ ১৯৭৫ সালের বিয়োগান্তক ঘটনার পর তখনকার সরকারগুলো ধ্বংস করার ষড়যন্ত্র করেছে। কিন্তু এখন সময় এসেছে জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের মূল্যবোধকে লালন ও প্রসার করার।’

মাহবুব আলী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। গণমানুষের জীবনমান নিশ্চিত করতে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সমাজের অসহায় ও অবহেলিত মানুষকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করছেন। এখন সময় এসেছে সারা বিশ্বে আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার।’

প্রতিমন্ত্রী বলেন, চলচ্চিত্র সমাজের দর্পণ। চলচ্চিত্রের মাধ্যমে আমাদের চারপাশের বাস্তবতা শৈল্পিক কৌশলে আমাদের সামনে উপস্থাপিত হয়। চলচ্চিত্রের মাধ্যমে মানুষের সুকুমার বৃত্তির বিকাশ ঘটে। আমাদের ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি ও মুক্তিযুদ্ধ কে সবার কাছে পৌঁছে দিতে পারে চলচ্চিত্র।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকার ইরানি দূতাবাসের কালচারাল কাউন্সিলর সাইয়েদ মাহাদী হোসাইনি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মো. মুশফিকুর রহমান গুলজার, ঢেঁকি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজক মোহাম্মদ নিজাম উদ্দিন প্রমুখ।

 

 

/সিএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা