X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

সাবেক অধ্যক্ষ খুন: গোয়েন্দা জালে দুই গৃহকর্মী

নুরুজ্জামান লাবু
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:০১আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৫৭

মাহফুজা চৌধুরী পারভীন ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন দুই গৃহকর্মী রেশমা ও স্বপ্না এখন গোয়েন্দা জালে। যেকোনও সময় তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ। এই দুই গৃহকর্মীকে যে নারী মাহফুজা চৌধুরীর বাসায় কাজ পেতে সহায়তা করেছিল সেই রাকিবের মা ওরফে রুনু বেগমকে পুলিশ আটক করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই দুই গৃহকর্মীর অবস্থান শনাক্ত করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, ‘তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। আমরা আশা করছি, অল্প সময়ের মধ্যে দুই গৃহকর্মীকে গ্রেফতার করতে সক্ষম হবো।'
গত রবিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিউমার্কেট থানাধীন মিরপুর রোডের সুকন্যা টাওয়ারের বাসা থেকে ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভিনের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে বাসার দুই গৃহকর্মী রেশমা ও স্বপ্না পলাতক রয়েছে। পুলিশের ধারণা, এই দুই গৃহকর্মী মাহফুজা চৌধুরীকে শ্বাসরোধে হত্যার পর স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করার পর ৭০ দশকের মাঝামাঝি সময়ে সরকারি কলেজে শিক্ষকতা শুরু করেন মাহফুজা চৌধুরী। সর্বশেষ তিনি সরকারি ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তার স্বামী ইসমত কাদির গামা মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান, ডাকসুর সাবেক জিএস এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক। হত্যাকাণ্ডের ঘটনায় দুই গৃহকর্মীকে আসামি করে ইসমত কাদির গামা নিউমার্কেট থানায় একটি মামলা করেছেন।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দুই গৃহকর্মীর অবস্থান শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতার করা এখন সময়ের ব্যাপার। তবে দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, দুইজনকে ইতোমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তারা দুজন ছাড়াও এই হত্যাকাণ্ডে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে । বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করা হতে পারে।
জানা গেছে, রুমা ওরফে রেশমার গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী থানার মজিরদি এলাকায়। তার বাবার নাম আব্দুর রশিদ। গত ৪ জানুয়ারি থেকে সে নিহত মাহফুজা চৌধুরীর বাসায় গৃহকর্মী হিসেবে কাজ শুরু করে। অপর গৃহকর্মী স্বপ্নার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনা থানার রায়কুটি এলাকায়। তার বাবার নাম আব্দুল করিম। গত ১৮ জানুয়ারি সে মাহফুজা চৌধুরীর বাসায় কাজে যোগ দেয়। হত্যাকাণ্ডের পর দুজনের কেউই গ্রামের বাড়িতে যায়নি। ঢাকার উপকণ্ঠে এক স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছিল তারা।
মামলার এজাহারে ইসমত কাদির গামা উল্লেখ করেছেন, রবিবার সকালে ব্যবসায়িক কাজে তিনি বাসা থেকে বের হন। বাসায় ফেরার সময় স্ত্রীকে ফোন করতে গিয়ে তার মোবাইল ফোন বন্ধ পান। পরে বাসায় গিয়ে ডুপ্লেক্স বাসার উপরতলার বেডরুমে স্ত্রী মাহফুজা চৌধুরীর গলায় ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় মৃতদেহ দেখতে পান। দুই গৃহকর্মী তার স্ত্রীকে হত্যার পর আনুমানিক ২০ ভরি স্বর্ণ ও নগদ ৫০ হাজার টাকা এবং একটি মোবাইল নিয়ে পালিয়ে যায় বলে উল্লেখ করেন।

আরও পড়ুন: সাবেক অধ্যক্ষ খুন: ২৪ ঘণ্টায়ও ধরা পড়েনি দুই গৃহকর্মী

                   ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ খুন

ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মাঠে আমার শরীর কেউ স্পর্শ করতে পারেনি’
‘মাঠে আমার শরীর কেউ স্পর্শ করতে পারেনি’
দোকান সাজাতে গিয়ে গানচিত্র নির্মাণ!
দোকান সাজাতে গিয়ে গানচিত্র নির্মাণ!
বিতর্কিত দ্বীপ নিয়ে জাপানের কূটনীতিককে তলব দ. কোরিয়ার
বিতর্কিত দ্বীপ নিয়ে জাপানের কূটনীতিককে তলব দ. কোরিয়ার
সন্তানদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হয়েছে চা বিক্রেতা মনিরুজ্জামানের
সন্তানদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হয়েছে চা বিক্রেতা মনিরুজ্জামানের
সর্বাধিক পঠিত
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি