দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণা ও হয়রানির অভিযোগে নারায়ণগঞ্জ থেকে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-২-এর সদস্যরা।
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান ভুঁইয়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটকের নাম পরিচয় জানানো হয়নি।
র্যাবের পক্ষ থেকে বলা হয়, আটক ব্যক্তি দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিকে হয়রানি এবং প্রতারণার করতেন।