X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ইয়াবা ব্যবসা করতে গিয়ে ভুয়া সাংবাদিক আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৩৪আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৩৬

ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক ভুয়া সাংবাদিক রাজধানীর কদমতলী থানাধীন জুরাইন এলাকা থকে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রিপন (২৭) নামে এক ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।  সাংবাদিক পরিচয় দিয়ে রিপন মাদক ব্যবসা করত বলে জানা গেছে। আটকের সময় সে র‌্যাবের কাছে নিজেকে ‘অন্য দিগন্ত’ নামে একটি সংবাদপত্রের সাংবাদিক বলে পরিচয় দেয়। পরে ওই সংবাদপত্রের সম্পাদকের সঙ্গে যোগাযোগ করলে তার দেওয়া পরিচয় ভুয়া প্রমাণিত হয় বলে জানিয়েছে র‌্যাব-১০।    

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কদমতলী থানাধীন জুরাইন রেলগেট সংলগ্ন বিক্রমপুর প্লাজা নামে একটি মার্কেটের সামনে থেকে এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে  ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ এক হাজার টাকা, দুটি মোবাইল সেট, একটি ভুয়া সাংবাদিক আইডি কার্ড এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। 

র‌্যাব-১০-এর অধিনায়ক (সিও) অ্যাডিশনাল ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই ব্যক্তি দীর্ঘদিন যাবৎ রাজধানীর কদমতলী এলাকায় সাংবাদিকের পরিচয় দিয়ে মাদকের ব্যবসা করে আসছিল বলে আমরা জানতে পারি। আটকের পর মো. রিপন র‌্যাবকে সাংবাদিক পরিচয় দেয়। তার দেওয়া পরিচয় অনুযায়ী দৈনিক অন্য দিগন্ত সংবাদপত্রের সম্পাদক মো. মাসুদ সাহেবের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান মো. রিপন তার পত্রিকার সাংবাদিক নন এবং এ ব্যাপারে তিনি রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি- নম্বর- ৭০৯) করেন।’

তিনি আরও জানান, রিপন একজন ভুয়া সাংবাদিক। সাংবাদিক পরিচয় দিয়ে সে ইয়াবা বিক্রি করে আসছিল। রাজধানীর কদমতলী থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

 

/এসজেএ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা