X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সাদ অনুসারীদের আখেরি মোনাজাত মঙ্গলবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৫

আখেরি মোনাজাত (ফাইল ফটো) সাদ বিরোধীদের মতো তিনদিন ইজতেমা পরিচালনা করবে সাদ অনুসারীরাও। টঙ্গীতে মাওলানা সাদ কান্ধলভী’র অনুসারীদের ইজতেমা শুরু হবে রবিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা।
অন্যদিকে সাদ বিরোধীদের ইজতেমা শেষ হয়েছে আজ শনিবার (১৬ ফেব্রুয়ারি)। ইতোমধ্যে তারা ইজতেমার মাঠ ছাড়তে শুরু করেছেন। মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় এ আয়োজন এবারই প্রথম বিভক্তির মধ্য ‍দিয়ে অনুষ্ঠিত হচ্ছে।
৫ ফেব্রুয়ারি তাবলিগের দু’পক্ষকে নিয়ে বৈঠক করেন ধর্ম প্রতিমন্ত্রী। বৈঠকে সিদ্ধান্ত হয় এ বছর চারদিন ইজতেমা হবে। সাদ বিরোধী অংশ ১৫ ও ১৬ ফেব্রুয়ারি এবং সাদ অনুসারী অংশ ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ইজতেমা পরিচালনা করবেন। তবে সাদ বিরোধীরা ইজতেমা শুরু করেন একদিন আগে ১৪ ফেব্রুয়ারি। সাদ অনুসারীরাও একদিন বাড়িয়ে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ইজতেমা চালিয়ে নিতে সরকারের সঙ্গে যোগাযোগ করছেন।
সাদ অনুসারীদের ইজতেমায় অংশ নিতে ইজতেমা মাঠে মাওলানা সাদের অনুসারীদের কেউ কেউ আসতে শুরু করেছেন। তবে সাদ বিরোধীদের আপত্তির কারণে এ ইজতেমায় অংশ নিতে পারছেন না তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াছের নাতি তাবলিগের দিল্লির নিজামুদ্দিন মারকাজের মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভি। গত বছরও বিরোধীদের বিক্ষোভের কারণে ঢাকায় এসেও ইজতেমায় অংশ নিতে পারেননি মাওলানা সাদ কান্ধলভী। তাবলিগের সাদ বিরোধী অংশের সমর্থন দেয় হেফাজতে ইসলামসহ কওমিপন্থীরা।
এদিকে সাদ অনুসারীদের ইজতেমায় অংশ নিতে ভারতের নিজামুদ্দিন থেকে ৩০ জন মুরব্বি ঢাকায় এসেছেন। এর মধ্যে রয়েছেন মাওলানা শামীম, মাওলানা শাহাদাত, মুফতি সাজ্জাদ, মুফতি মোহাম্মদ, মুফতি ওমর প্রমুখ।
সাদ অনুসারী তাবলিগের মুরব্বি মাওলানা আব্দুল্লাহ মনছুর বলেন, ‘ইজতেমায় অংশ নিতে সারা বিশ্ব থেকে মানুষজন এসেছেন। আমরা রবিবার ফজরের পর থেকে কার্যক্রম শুরু করবো। সরকারের কাছে অতিরিক্ত একদিন সময় দেওয়ার দাবি জানিয়েছিলাম, মৌখিক অনুমতিও পেয়েছি। আমরা মঙ্গলবার পর্যন্ত ইজতেমার কার্যক্রম পরিচালনা করবো।’

আরও পড়ুন: ইজতেমা মাঠ ছাড়ছেন সাদবিরোধীরা, ঢুকছেন অনুসারীরা

/সিএ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না