X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

ডাকসুতে প্যানেল দিয়েও ছাত্রদল বিজয়ী হতে পারবে না: ছাত্রলীগ সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৪আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০১

রেজওয়ানুল হক চৌধুরী শোভন (ছবি: বাংলা ট্রিবিউন)

সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কোনও ধরনের সম্পৃক্ততা না থাকায় ডাকসু নির্বাচনে প্যানেল দিয়েও ছাত্রদল বিজয়ী হতে পারবে না বলে মনে করেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। তিনি বলেন, এ ছাড়া ছাত্রদলের শীর্ষ চার নেতার বয়স ৩০-এর বেশি হওয়ায় তারাও ডাকসু নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
রবিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ছাত্রদলের দাবি মেনে না নিলে তারা প্যানেল দেবে না— এ ব্যাপারে মন্তব্য জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ‘প্যালেন দেওয়া আর না-দেওয়ার ক্ষেত্রে ছাত্রদল যে দাবিগুলো করছে তা মূল বিষয় নয়। ছাত্রদল নিশ্চিত যে প্যানেল দিয়েও তারা বিজয়ী হতে পারবে না। কারণ, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তাদের কোনও সম্পৃক্ততা নেই। ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের যে চারজন আছেন, তাদের বয়স ৪০-এর কোটায়। ফলে তারাও নির্বাচন করতে পারবেন না।’
এ সময় সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে ছাত্রলীগ সভাপতি বলেন, ‘আপনারা নিয়মিত শিক্ষার্থীদের হাতে নেতৃত্ব দিন। আমরা একসঙ্গে ছাত্ররাজনীতি করবো। ডাকসু নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনও সম্পর্ক নেই। এই নির্বাচনের উদ্দেশ্যেই হলো শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি সম্পর্ক গড়ে তোলা। যদি শিক্ষকদের সঙ্গে আমাদের এই সম্পর্ক না থাকে তাহলে তো নির্বাচন দিয়ে কোনও লাভ নেই।’
আবাসিক হলে ভোটকেন্দ্র রাখার দাবির বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্রসংগঠনের মধ্যে সাতটিই কিন্তু বলেছে যে, ডাকসুর ভোটকেন্দ্র তারা হলেই চায়। এছাড়াও টিএসসিভিত্তিক যে ২২টি সংগঠন রয়েছে তারাও ভোটকেন্দ্র হলে চেয়েছে। তাহলে একটি বিশেষ বিরোধী গোষ্ঠী শিক্ষার্থীদের নৈতিক অধিকারকে অবমাননা করছে। তারা একটা কথা বার বার বলে আসছে, ১৯৯৪ সালে ছাত্রলীগও ভোটকেন্দ্র হলের বাইরে রাখার দাবি করেছিল। হ্যাঁ, তা ঠিক। তবে ওই সময়ের প্রেক্ষাপট আর বর্তমান প্রেক্ষাপট ভিন্ন।’
তিনি বলেন, ‘এখানে ছাত্রদলকে পহেলা ফাল্গুনে ফুল দিয়ে বরণ করি। তাদের আমরা ঘুরিয়ে ঘুরিয়ে ক্যাম্পাস দেখাই। কিন্তু ১৯৯৪ সালে ছাত্রলীগ ক্যাম্পাসে ঢুকতে পারেনি। তখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাত্রলীগের দাবিকে অযৌক্তিক মনে করেছিল। এখনকার প্রশাসনও তাদের (ছাত্রদল) দাবিকে অযৌক্তিক মনে করে বাতিল করে দিয়েছে, এখানে আমাদের কিছু বলার নেই।’

 

/এইচআই/
সম্পর্কিত
আলোর স্বল্পতা রোধে মোমবাতি সঙ্গে আনার পরামর্শ পরীক্ষার্থীদের
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
সব শিক্ষা প্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ
সর্বশেষ খবর
চাঁদপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় অভিযুক্ত স্বামী যশোরে গ্রেফতার
চাঁদপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় অভিযুক্ত স্বামী যশোরে গ্রেফতার
নির্বাচনি প্রচারে অন্তর্বর্তী জামিন পেলেন কেজরিওয়াল
নির্বাচনি প্রচারে অন্তর্বর্তী জামিন পেলেন কেজরিওয়াল
‘এভাবে আচমকা গোল হয়ে যাবে, চিন্তাও করিনি’
‘এভাবে আচমকা গোল হয়ে যাবে, চিন্তাও করিনি’
থামছে না মায়ের কান্না-আহাজারি, বাবা শোকে পাথর
থামছে না মায়ের কান্না-আহাজারি, বাবা শোকে পাথর
সর্বাধিক পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
সাতক্ষীরায় আম পাড়া শুরু, ২৫০ কোটি টাকা বিক্রির আশা
সাতক্ষীরায় আম পাড়া শুরু, ২৫০ কোটি টাকা বিক্রির আশা