X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হজযাত্রীদের পাসপোর্টের তথ্য যাচাই করবে ধর্ম মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০৩আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০৫

পাসপোর্ট পাসপোর্ট অধিদফতরের ডাটাবেজ থেকে চূড়ান্ত নিবন্ধনের জন্য প্রাক নিবন্ধিত হজযাত্রীদের পাসপোর্টের তথ্য সংগ্রহ করবে ধর্ম মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, পাসপোর্ট অধিদফতরের ডাটাবেজের সঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের ডাটা সংযোগ রবিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে কার্যকর করা হয়।
আগে পাসপোর্ট অধিদফতরের ডাটাবেজের সঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের ডাটা সংযোগ ছিল না। এর ফলে প্রাক নিবন্ধনের সময় বিভিন্ন হজ এজেন্সি ভুয়া পাসপোর্ট নম্বর ব্যবহার করে নিবন্ধন করতো। এবার আর সেটা সম্ভব হবে না।
সংশ্লিষ্টরা জানান, হজযাত্রীদের পাসপোর্ট যাচাই সহজ করতে গত ১৩ নভেম্বর ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এনটিএমসিতে স্থাপিত মিডল সার্ভারের মাধ্যমে ধর্ম মন্ত্রণালয় দ্রুততার সঙ্গে পাসপোর্টের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবে। এতে দ্রুত পাসপোর্ট যাচাই ও ভিসা প্রক্রিয়া সহজ হবে। এছাড়া মিথ্যা তথ্যের মাধ্যমে হজযাত্রী নিবন্ধন প্রক্রিয়া সহজেই চিহ্নিত করা যাবে।
ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বাংলা ট্রিবিউনকে জানান, প্রাক নিবন্ধিত হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের জন্য পাসপোর্টের তথ্য দেওয়া বাধ্যতামূলক। পাসপোর্ট অধিদফতরের সঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের আন্তঃসংযোগ স্থাপিত হওয়ায় এ বছর পাসপোর্টের তথ্য পাসপোর্ট অধিদফতরের ডাটাবেজ থেকে গ্রহণ করা হবে। পাসপোর্ট অধিদফতরের নির্দেশনা অনুযায়ী, দিনে ২০০ এবং রাতে ১০ হাজার পর্যন্ত পাসপোর্টের তথ্য গ্রহণের সুযোগ থাকবে।
আনোয়ার হোসাইন আরও জানান, হজ এজেন্সিগুলো এনআইডি’র তথ্য যাচাইয়ের মতো নিবন্ধনযোগ্য হজযাত্রীদের পাসপোর্ট নম্বরের তথ্য সাবমিট করতে পারবেন। পাসপোর্ট অধিদফতর থেকে পাসপোর্টের তথ্য পাওয়ার পর নিবন্ধনের পরবর্তী কাজ করতে পারবেন। পাসপোর্ট অধিদফতর থেকে পাসপোর্টের তথ্য হালনাগাদ হয়েছে কিনা তা নিবন্ধন সিস্টেমের ‘পাসপোর্ট স্ট্যাটাস’রিপোর্টেও দেখা যাবে।

/জেইউ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা