X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সোহরাওয়ার্দীতে চিকিৎসা সেবা চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪৬আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৯


সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল আগুন লাগার পরও শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা থেমে নেই। বৃহস্পতিবারের (১৪ ফেব্রুয়ারি) আগুনে হাসপাতালের শিশু ওয়ার্ড সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি চালু হতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া। 
রবিবার হাসপাতালে গিয়ে দেখা গেছে, অন্যান্য দিনের মতো বহির্বিভাগে রোগীরা লাইনে দাঁড়িয়ে সেবা নিচ্ছেন। হাসপাতালের সামনের অংশের সব বিভাগই খোলা রয়েছে। তবে,গাইনি ও সার্জারি ওয়ার্ডসহ অন্যান্য এলাকা অন্ধকারাচ্ছন্ন। তৃতীয় তলায় পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। 
হাসপাতালে সাত নম্বর ওয়ার্ডের ভর্তি রোগী কামরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চিকিৎসা পাচ্ছি, কোনও অসুবিধা হচ্ছে না।’
শিশু সার্জারি বিভাগের নার্স শ্যামলী আখতার বলেন, ‘এ ওয়ার্ডে এখন কোনও বেড ফাঁকা নেই।’ 
হাসপাতালের পরিচালক বলেন,  ‘হাসপাতালে এখন ৯৯৬ রোগী (রবিবার দুপুর ১২টা পর্যন্ত) ভর্তি আছেন। আউটডোরে আজকে রোগী দেখা হয়েছে প্রায় তিন হাজারের মতো। ওয়ার্ডগুলো স্বাভাবিক রয়েছে। তবে, শিশু ওয়ার্ডটি বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় তা চালু করতে পারিনি। সেখানে এখনও ঝাঁঝালো গন্ধ আছে। এটি চালু করতে একটু সময় লাগবে। আগুনে গাইনি ওয়ার্ডও আংশিক ক্ষতিগ্রস্ত।  শিশু ওয়ার্ডের কিছু রোগী আমরা অন্য ওয়ার্ডে ভর্তি রেখেছি।’ 
আগুন লাগার কারণ তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, এ পর্যন্ত তিনটি কমিটি করা হয়েছে। তিনদিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা। হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর পঙ্কজ সাহার নেতৃত্বে ৯ সদস্যের একটি কমিটি করা হয়েছে। আমাদের কমিটি আরও তিনদিন সময় চেয়েছে। আর ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট থেকে একটি কমিটি করেছে। এখন তদন্তের কাজ চলছে। ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে এবং পুনরায় সংস্কারের কাজ শুরু হয়েছে। 
বৃহস্পতিবার বিকাল ৫টা ৫০ মিনিটে হাসপাতালের স্টোর রুম থেকে আগুন লাগে। রাত ৮টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হাসপাতালের ১৬ ওয়ার্ডের মধ্যে গাইনি ও শিশু ওয়ার্ড সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 


/টিওয়াই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি