X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ঢাবিতে আধুনিক লাইব্রেরির দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

ঢাবি প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪৩আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪৫

যুগোপযোগী লাইব্রেরির দাবিতে ছাত্রলীগের মানববন্ধন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৩ হাজার শিক্ষার্থীর চাহিদা পূরণে সক্ষম আধুনিক ও ডিজিটাল কেন্দ্রীয় লাইব্রেরির দাবিতে মানববন্ধন করেছে ছাত্রলীগ। সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ মানববন্ধনে অংশ নেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ও বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।
মানববন্ধনে অনেকের হাতে নানা স্লোগানের ব্যানার দেখা গেছে যাতে লেখা, ‘ডিজিটাল বাংলাদেশ আমাদের ঠিকানা; বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নের জন্য স্বয়ংসম্পূর্ণ লাইব্রেবি চাই; ডিপার্টমেন্ট বাড়ে, শিক্ষার্থী বাড়ে, বাড়ে না শুধু লাইব্রেবির জায়গা; লাইব্রেরি হোক গবেষণার কেন্দ্র।
মানববন্ধনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
মো. রেজাওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলে থাকি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধার বিকাশে পড়াশোনার যে পরিবেশ দরকার তা আমরা প্রথম বর্ষ থেকেই পাচ্ছি না। আমাদের সকালে ঘুম থেকে উঠেই লাইব্রেরিতে পড়ার জন্য লাইন ধরতে হয়। তাই প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর জন্য কেন্দ্রীয় লাইব্রেবি এবং হলের রিডিং রুমের সিট বাড়ানোর আহ্বান করছি।’
ছাত্রলীগ সব সময় সাধারণ শিক্ষার্থীর পক্ষে কথা বলে উল্লেখ করে গোলাম রাব্বানী বলেন, ‘লাইব্রেরিতে বসার জায়গা পাওয়ার জন্য জন্য শিক্ষার্থীরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে, আমরা এতে বিব্রত হই। কবে নাগাদ আধুনিক ও ডিজিটাল লাইব্রেরি তৈরি করা হবে সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার বলে আসছি।’

/ওআর/
সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ধাপে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের নির্দেশ
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
সর্বশেষ খবর
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!