X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

দখলদারদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৫আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৯



দখলদারদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি নদী দখলমুক্ত হলে দেশ বাঁচবে। তাই নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম বছরজুড়ে চলমান রাখতে হবে। বিশিষ্টজনেরা এ দাবি জানানোর পাশাপাশি দখলদারদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি চেয়েছেন।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ) আয়োজিত ‘নদীর অবৈধ দখল উচ্ছেদের বর্তমান-ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় এসব দাবি জানান বিশিষ্টজনেরা।
সভায় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান বলেন, ‘আমি লক্ষ করেছি যে নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় দুর্নীতি দমন কমিশনের একজন সিনিয়র আইনজীবী চিৎকার করে বলছিলেন, ‘আমার পৈতৃক সম্পত্তি’...। যারা দুর্নীতি দমন করবেন, তাদের মধ্যেই যদি এরকম মানুষ থাকেন তাহলে আমাদের অবশ্যই ভাবাবে। এই যে ভূমি দখল, নদী দখল, রাস্তা দখল— এগুলোকে আমি মনে করি, যুদ্ধাপরাধের মতো মানবতাবিরোধী অপরাধ। এর জন্য সর্বোচ্চ সাজা নিশ্চিত করা জরুরি।’ তিনি বলেন, ‘আমি আমাদের সরকার প্রধান শেখ হাসিনাকে দেখেছি, তিনি অত্যন্ত মেধা, সততা এবং সাহসের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আদালত এই ইস্যুতে তাকে সমর্থন জানিয়েছেন। এখন দায়িত্ব আমাদের।’
সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ‘প্রধানমন্ত্রী শুধু আজ নয়, অনেক আগেই থেকে বলে আসছেন, নদী দখলমুক্ত করতে হবে। এছাড়া মহামান্য হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশনা রয়েছে যে নদী দখলের ব্যাপারে একটি মামলার রায় সবসময় প্রচলিত থাকবে। কিন্তু রায়ের প্রতিফলন আমরা সব ক্ষেত্রে দেখছি না।’
নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘বিজিএমইএ ভবন ভাঙার আদেশ আমি দিয়েছিলাম। ভবনটি নির্মাণ করা হয়েছিল হাতিরঝিল খালের ওপর। অত্যন্ত পরাক্রমশালী একটি গোষ্ঠী এটি নির্মাণ করলেও আমি ভাঙার আদেশ দিয়েছি। দুর্ভাগ্যবশত এখনও ভাঙা হয়নি, তারা বারবার এসে সময় বাড়িয়ে নিচ্ছে। আশা করি, কয়েক মাস পর এটি ভাঙা হবে। এছাড়া আমি নদী দখলদারদের বিরুদ্ধে কয়েকটি রায় দিয়েছি। কিছুটা সফলতা মিললেও পরবর্তীতে আবার যেই লাউ সেই কদুই হয়ে যাচ্ছে।’
তিনি বলেন, ‘অনেকে নদীর কিংবা খালের মালিকানা দাবি করে। তাই সুনির্দিষ্ট করে নদী ও খাল চিহ্নিত করতে হবে। আমি মনে করি, একটি মন্ত্রণালয় হওয়া উচিত শুধুমাত্র এই নদী-খাল বাঁচানোর জন্য। আমরা দেখি, দ্বন্দ্ব এসে যায় যে এই নদী বাঁচানোর দায়িত্ব কার? দায়িত্ব এড়িয়ে একে অন্যের ঘাড়ে দোষ চাপান। এজন্য একটি আলাদা মন্ত্রণালয় করা দরকার। নদী-খাল দখলের মতো ঘৃণ্য কাজ যাতে কেউ না করতে পারে, সেজন্য কঠোর হতে দমনের ব্যবস্থা করতে হবে।’
যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘নদী দখলের কারণে আমরা নৌপথের সাশ্রয়ী ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছি। এই সন্ত্রাসের সঙ্গে জড়িতদের কারণে নৌপথ ক্রমে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমাদের একসময় ৩৮ হাজার কিলোমিটার ছিল, এখন সেটা ১২ হাজার কিলোমিটারে এসে ঠেকেছে। বর্তমান সরকার নৌপথ উদ্ধারে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে। সাধারণ মানুষকে নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াত ব্যবস্থা দেওয়ার প্রধানমন্ত্রীর ইচ্ছা ও আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ আমরা দেখছি। তবে সম্প্রতি বুড়িগঙ্গার পাড়ে উচ্ছেদ অভিযান চালানোর নেতৃত্বদানকারী বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানকে বদলি করা হয়েছে। এর মধ্যে দিয়ে আমরা আবার শঙ্কিত হচ্ছি।’ উদ্ধার হওয়া জায়গায় ফুলের বাগান করাসহ সাধারণ মানুষের জন্য হাঁটার ব্যবস্থা ও সংরক্ষণ করার আহ্বান জানান তিনি।
বোয়াফের সভাপতি কবির চৌধুরী তন্ময়ের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব নাছির উদ্দিন আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল, বুদ্ধিস্ট ফেডারেশনের নির্বাহী সভাপতি অশোক বড়ুয়া, ভ্যাটেরান হকি বাংলাদেশের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল আহসানউল্লাহ প্রমুখ।

/এসও/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু
রাজশাহীতে উদ্বেগজনক হারে বাড়ছে শব্দদূষণ, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
রাজশাহীতে উদ্বেগজনক হারে বাড়ছে শব্দদূষণ, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৫)
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’