X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিরোধী রাজনৈতিক শক্তি হতে চায় জামায়াত: আরিফ জেবতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০৮আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৪

আরিফ জেবতিক অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক বলেছেন, ‘আওয়ামী লীগের বিপক্ষে সবচেয়ে বড় শক্তি হচ্ছে বিএনপি। তাদের জনপ্রিয়তা নিয়ে কোনও ধরনের প্রশ্ন নেই। কিন্তু বিএনপি এখন রাজনৈতিক ও সাংগঠনিকভাবে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি। তাদের চেয়ারপারসন দীর্ঘদিন ধরে কারাগারে, দ্বিতীয় নেতা দীর্ঘদিন ধরে প্রবাসে। গত ১০ বছরে মামলা-হামলার কারণে তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত তাদের নেতাকর্মীরা বিভিন্নভাবে বিপর্যস্ত। এ অবস্থায় আওয়ামী লীগের বিরোধী শক্তি তো একটা লাগবে, সেই জায়গাটা সব সময় ছিল। এই শক্তির জায়গাটা জামায়াত একটি নতুন দল নিয়ে দখল করতে চাচ্ছে। তারা মূলত তুরস্ক মডেলে এগোবে।’

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘জামায়াতবিহীন বাংলাদেশ’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে বাংলা ট্রিবিউন কার্যালয়ে শুরু হয় সাপ্তাহিক এই আয়োজন।
তিনি আরও বলেন, ‘জামায়াত কোনও কাজই হুট করে করে না। জামায়াতের তৃণমূলে একদম ক্ষুদ্র শাখার ওয়ার্ড কর্মী কী করবে সেটা সিদ্ধান্ত হয় ঢাকায়। এই নির্দেশনা আসে লাহোর থেকে। আমি জিনিসটাকে এতো সহজভাবে দেখি না। আমি মনে করি না, এটা ব্যক্তি উপলব্ধির কোনও জায়গা থেকে ব্যারিস্টার আবদুর রাজ্জাক পদত্যাগ করেছেন বা তার অনুসারীরা অনেকেই সরে যাচ্ছেন।’

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় এ বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন– আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য নূহ-উল-আলম লেনিন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবীর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ ও বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম।

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এ আয়োজন।

ছবি: নাসিরুল ইসলাম

 

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা