X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ডেকে নিয়ে সালমান মুক্তাদিরকে সতর্ক করলো ডিএমপি

হিটলার এ. হালিম
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩৮আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৬

সালমান মুক্তাদির (ছবি– সংগৃহীত)

‘সাম্প্রতিক কর্মকাণ্ডের জন্য’ ইউটিউবার সালমান মুক্তাদিরকে সতর্ক করা হয়েছে। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটে ডেকে নিয়ে তাকে সতর্ক করা হয়। ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের এডিসি নাজমুল ইসলাম বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া স্ট্যাটাসে সালমান মুক্তাদিরের বর্তমান অবস্থান জানতে চান।

এ বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘ওকে (সালমান মুক্তাদির) ডেকে এনে সতর্ক করা হয়েছে। অনলাইনের রাস্তাঘাট পরিষ্কার রাখতে বলা হয়েছে। তার মাধ্যমে অনলাইনে কোনও আবর্জনা তৈরি হলে তাকে গ্রেফতার করা হবে বলেও তাকে জানানো হয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘কয়েকদিন আগে আমরা (আইনশৃঙ্খলা বাহিনী) সানাই মাহবুব নামের একজনকে ডেকে এনে সতর্ক করেছি।’ এ অভিযান চলবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দেশের মানুষকে নিরাপদ ইন্টারনেট সেবা দেওয়া আমাদের প্রধান দায়িত্ব। আমরা জনগণকে বিশুদ্ধ কনটেন্ট দিতে চাই। এতে যারা বাধা হয়ে দাঁড়াবে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’

মন্ত্রী জানান, মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিট থেকে সালমান মুক্তাদিরকে ডেকে পাঠানো হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সালমানকে তার ‘সাম্প্রতিক কর্মকাণ্ড’ নিয়ে সতর্ক করেছেন। সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিট কর্তৃপক্ষ সালমানের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে তার ‘অগ্রহণযোগ্য’ কনটেন্ট মুছে ফেলতে বলেছেন এবং ওই ধরনের কাজ চালিয়ে গেলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও সতর্ক করেছেন।

এদিকে, ইউটিউবে সালমান মুক্তাদিরের চ্যানেল ‘সালমান দ্য ব্রাউন ফিস’  -এ গিয়ে ‘বিতর্কিত’ কনটেন্ট ‘অভদ্র প্রেম’ ভিডিওটি পাওয়া যায়নি। ইউটিউব থেকে ভিডিওটি সরিয়ে ফেলা হলেও মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ভিডিওটি সালমানের ফেসবুক পেজে পাওয়া গেছে।

অন্যদিকে, একাধিকবার চেষ্টা করেও সালমান মুক্তাদিরের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে। মেসেঞ্জারে মেসেজ পাঠিয়েও কোনও জবাব পাওয়া যায়নি।

সালমান মুক্তাদিরের বিষয়ে জানতে চাইলে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের এডিসি নাজমুল ইসলাম বলেন, ‘সম্মানিত ডাক, টেলিযোগাযোগ ও মন্ত্রী মহোদয়ের সেফ ইন্টারনেট স্লোগানকে সামনে রেখে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিট সালমান মুক্তাদিরকে বিকাল ৪টার দিকে জিজ্ঞাসাবাদ করে। বিস্তারিত পরে জানানো হবে।’

প্রসঙ্গত, এ মাসের ৬ তারিখে সালমান ‘অভদ্র প্রেমে’র টিজার প্রকাশ করেন। ৯ তারিখ মূল মিউজিক ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওটি আপ করার পরপরই সালমানের সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে; শুরু হয় বিতর্ক। সালমানের বিরুদ্ধে ‘অশ্লীলতা’র অভিযোগও আনা হয়। এ ছাড়া, এর আগে সালমানের ‘ব্যক্তি জীবনের বিভিন্ন সময়ের ভিডিও’ নিয়েও সমালোচনা রয়েছে।

 

/আরজে/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
মেটা-ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ
মেটা-ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
ড. ইউনূস মহাসমুদ্র, তিনি কেন পুকুর চুরি করবেন: দাবি আইনজীবীর
ড. ইউনূস মহাসমুদ্র, তিনি কেন পুকুর চুরি করবেন: দাবি আইনজীবীর
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি