X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

ডেকে নিয়ে সালমান মুক্তাদিরকে সতর্ক করলো ডিএমপি

হিটলার এ. হালিম
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩৮আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৬

সালমান মুক্তাদির (ছবি– সংগৃহীত)

‘সাম্প্রতিক কর্মকাণ্ডের জন্য’ ইউটিউবার সালমান মুক্তাদিরকে সতর্ক করা হয়েছে। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটে ডেকে নিয়ে তাকে সতর্ক করা হয়। ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের এডিসি নাজমুল ইসলাম বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া স্ট্যাটাসে সালমান মুক্তাদিরের বর্তমান অবস্থান জানতে চান।

এ বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘ওকে (সালমান মুক্তাদির) ডেকে এনে সতর্ক করা হয়েছে। অনলাইনের রাস্তাঘাট পরিষ্কার রাখতে বলা হয়েছে। তার মাধ্যমে অনলাইনে কোনও আবর্জনা তৈরি হলে তাকে গ্রেফতার করা হবে বলেও তাকে জানানো হয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘কয়েকদিন আগে আমরা (আইনশৃঙ্খলা বাহিনী) সানাই মাহবুব নামের একজনকে ডেকে এনে সতর্ক করেছি।’ এ অভিযান চলবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দেশের মানুষকে নিরাপদ ইন্টারনেট সেবা দেওয়া আমাদের প্রধান দায়িত্ব। আমরা জনগণকে বিশুদ্ধ কনটেন্ট দিতে চাই। এতে যারা বাধা হয়ে দাঁড়াবে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’

মন্ত্রী জানান, মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিট থেকে সালমান মুক্তাদিরকে ডেকে পাঠানো হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সালমানকে তার ‘সাম্প্রতিক কর্মকাণ্ড’ নিয়ে সতর্ক করেছেন। সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিট কর্তৃপক্ষ সালমানের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে তার ‘অগ্রহণযোগ্য’ কনটেন্ট মুছে ফেলতে বলেছেন এবং ওই ধরনের কাজ চালিয়ে গেলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও সতর্ক করেছেন।

এদিকে, ইউটিউবে সালমান মুক্তাদিরের চ্যানেল ‘সালমান দ্য ব্রাউন ফিস’  -এ গিয়ে ‘বিতর্কিত’ কনটেন্ট ‘অভদ্র প্রেম’ ভিডিওটি পাওয়া যায়নি। ইউটিউব থেকে ভিডিওটি সরিয়ে ফেলা হলেও মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ভিডিওটি সালমানের ফেসবুক পেজে পাওয়া গেছে।

অন্যদিকে, একাধিকবার চেষ্টা করেও সালমান মুক্তাদিরের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে। মেসেঞ্জারে মেসেজ পাঠিয়েও কোনও জবাব পাওয়া যায়নি।

সালমান মুক্তাদিরের বিষয়ে জানতে চাইলে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের এডিসি নাজমুল ইসলাম বলেন, ‘সম্মানিত ডাক, টেলিযোগাযোগ ও মন্ত্রী মহোদয়ের সেফ ইন্টারনেট স্লোগানকে সামনে রেখে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিট সালমান মুক্তাদিরকে বিকাল ৪টার দিকে জিজ্ঞাসাবাদ করে। বিস্তারিত পরে জানানো হবে।’

প্রসঙ্গত, এ মাসের ৬ তারিখে সালমান ‘অভদ্র প্রেমে’র টিজার প্রকাশ করেন। ৯ তারিখ মূল মিউজিক ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওটি আপ করার পরপরই সালমানের সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে; শুরু হয় বিতর্ক। সালমানের বিরুদ্ধে ‘অশ্লীলতা’র অভিযোগও আনা হয়। এ ছাড়া, এর আগে সালমানের ‘ব্যক্তি জীবনের বিভিন্ন সময়ের ভিডিও’ নিয়েও সমালোচনা রয়েছে।

 

/আরজে/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যে কারণে রুশ কূটনীতিককে বহিষ্কার করলো মলদোভা
যে কারণে রুশ কূটনীতিককে বহিষ্কার করলো মলদোভা
রোজা ও ঈদের কেনাকাটায় প্রিমিয়ার ব্যাংকের কার্ডে বিশেষ ছাড়
রোজা ও ঈদের কেনাকাটায় প্রিমিয়ার ব্যাংকের কার্ডে বিশেষ ছাড়
শুটিংয়ের অন্তরালে...
শুটিংয়ের অন্তরালে...
সোনার দাম কমলো
সোনার দাম কমলো
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার