X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ভুয়া ব্যারিস্টার মওদুদের খোঁজে ডিবি

রাফসান জানি
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫০আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৭

প্রতারণা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। তার নাম মো. শাকিল আহমেদ(২৫)। বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমোনিয়া গ্রামে। বিদেশি কোম্পানিতে ল’ অফিসার হিসেবে চাকরি দেওয়া নামে এক তরুণীর কাছ থেকে দুই লাখেরও বেশি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)।

এ ঘটনায় রাজধানীর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছেন ভুক্তভোগী তরুণী। মামলাটি তদন্ত করছে ডিবি পুলিশ।

মামলাটির তদন্তের দায়িত্বে থাকা ডিবি পুলিশের (উত্তর) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন বলেন, ‘আমরা প্রতারক শাকিলকে শনাক্ত করতে পেরেছি। তাকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।’

মামলার এজাহার ও ভুক্তভোগীর ভাষ্যমতে, ব্যারিস্টার মওদুদ আহমেদ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সদ্য এলএলবি পাস করা এক তরুণীকে ফ্রেন্ড রিক্যুয়েস্ট পাঠানো হয়। ফেসবুক চ্যাটে মওদুদের নামধারী আইডিতে অনিয়মিত কথা হয়। যা শুরু হয় প্রায় এক বছর আগে। এরই মধ্যে তরুণীকে একটি বিদেশি কোম্পানিতে ল’ অফিসার হিসেবে চাকরি দেওয়ার প্রলোভন দেখানো হয়। ব্যারিস্টার মওদুদের মতো আইনজীবীর কাছ থেকে চাকরির প্রস্তাব পেয়ে দেখা করতে চান তরুণী। তখন মওদুদ নামধারী প্রতারক তার সহকারী পরিচয়ে শাকিল নামে একজনের সঙ্গে তরুণীকে দেখা করতে বলে। যদিও পরবর্তীতে জানা গেছে, মওদুদ আহমেদ নামে ফেসবুক আইডি পরিচালনা করা ব্যক্তি ও তার সহকারী হিসেবে দেখা করতে বলা শাকিল একই ব্যক্তি। এক নামে দুটি ভূমিকায় তরুণীর সঙ্গে প্রতারণা করছিল সে।

তদন্ত কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩ আগস্ট শাকিল ওই তরুণীর সঙ্গে পলওয়েল মার্কেটের সামনে দেখা করেন। এরপর থেকে দুজনের মধ্যে কথাবার্তা চলতে থাকে ও ঘনিষ্ঠতা বাড়ে। একপর্যায়ে শাকিল ভুক্তভোগী তরুণীকে জানায়, একটি বিদেশি কোম্পানির ল’অফিসারের পদে চাকরির জন্য ব্যারিস্টার মওদুদ আহমেদ স্যার এক লাখ টাকা চেয়েছেন। টাকা দিলে চাকরি নিশ্চিত হবে। এক লাখ টাকা দিতে না পারলেও শাকিলকে ৬০ হাজার টাকা দেন তরুণী। এভাবে কয়েক ধাপে দুই লাখ ১৭ হাজার টাকা হাতিয়ে নেয় শাকিল।

ভুক্তভোগী তরুণী জানান, ‘টাকা নেওয়ার পরও চাকরি দিতে না পারায় তিনি  শাকিলকে চাপ দেন। এক পর্যায়ে শাকিল তরুণীর কিছু ব্যক্তিগত ছবি নিয়ে তরুণীর নামেই অন্য আরেকটি ফেক আইডি খুলে। এই আইডিতে তরুণীর কিছু ব্যক্তিগত ছবি আপলোড করে আরও টাকা দাবি করে। একইসঙ্গে এই ছবিগুলো তরুণীর পরিচিতদের কাছে পাঠাতে শুরু করে শাকিল। পরবর্তীতে অন্যান্য পরিচিতদের কাছে পাঠানো হবে বলে হুমকি দেয়।

টাকা নিয়ে প্রতারণার বিষয়টি একজন সিনিয়র আইনজীবীকে জানানো হলে ফেসবুক আইডিটি যে বিএনপির স্থায়ী কমিটি সদস্য মওদুদ আহমেদ চালাচ্ছেন না তা নিশ্চিত হন ভুক্তভোগী তরুণী। এরপর শাকিলকে অভিযুক্ত করে পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি ও পরবর্তীতে মামলা দায়ের করেন তিনি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া