X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘জামায়াত যে নামেই আসুক, চিন্তা-চেতনায় একই থাকবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৭আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫৪

বাংলা ট্রিবিউন বৈঠকিতে অংশগ্রহণকারী আলোচকরা জামায়াতে ইসলামী যদি নতুন নামে আবির্ভূত হয় তবে সেটি সাপের খোলস বদলের মতোই হবে। তাদের স্বভাব বদলাবে না। তাই ভিন্ন নামে জামায়াত নতুন যে দলই করুক তাদের চিন্তা-চেতনায় থাকবে সেই একই ভাবধারা। যে রাজনীতি ধর্মের নামে যাবতীয় হত্যা, ধর্ষণ, সন্ত্রাসকে বৈধতা দেয় সেই রাজনীতি বাংলাদেশে থাকতে পারবে না। ধর্মের নামে সন্ত্রাস, ধর্মকে ব্যবহার করে রাজনীতি বন্ধ করতেই হবে। উগ্রবাদ থেকে মুখ ফেরাতে জামায়াত নিষিদ্ধের বিকল্প নেই।

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘জামায়াতবিহীন বাংলাদেশ’  শীর্ষক বৈঠকিতে এসব কথা বলেন বক্তারা। মুন্নী সাহার সঞ্চালনায় মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

নূহ-উল-আলম লেনিন বৈঠকিতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য নূহ-উল-আলম লেনিন বলেন, ‘সারা দুনিয়াব্যাপী ধর্মাশ্রয়ী রাজনীতির দুটি রূপ আমরা দেখছি। একটা হচ্ছে, ধর্মের ভিত্তিতে রাষ্ট্র কায়েম করার জন্য একদিকে জঙ্গিবাদ, উগ্রবাদের উত্থান। সমগ্র মধ্যপ্রাচ্যে রক্তাক্ত ঘটনা, এমনকি বাংলাদেশেও এই কারণে অনেক রক্ত ঝরেছে। মুসলিমপ্রধান দেশগুলোতে ধর্মীয় উগ্রবাদ নিয়ে একটা ‘ফেনোমেনা’ দেখা যাচ্ছে। সেখানে বিশ্বের আধুনিক শিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীরাও যোগ দিয়েছে। এই উগ্রবাদের বিপরীত দিক থেকে এখন আমরা আরেকটা ‘ফেনোমেনা’ দেখি। তারা মনে করে ধর্মীয় রাজনীতি অস্ত্র, সন্ত্রাস, মৌলবাদ দিয়ে করা যাবে না। সুতরাং তারা ইসলামের মূল্যবোধের কথা বলে রাজনৈতিকভাবে একটি জায়গায় আসতে চায়। এখানে বিএনপির সঙ্গে তাদের কোনও পার্থক্য নেই।’  

শামসুজ্জামান দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না, এই কথার সঙ্গে আমি একমত না। আসলে মওদুদিবাদ আর ধর্ম এক জিনিস না। ভারতে দীর্ঘদিন কংগ্রেস ছিল, এখন বিজেপি আছে। বিজেপি সেখানে নিষিদ্ধ রাজনৈতিক দল না। বিজেপির অপকর্মের কোনও শেষ নেই। সমর্থন করার মতো কোনও কারণ নেই। উগ্রতা, নৃশংসতা সবকিছুই আছে। তারপরও সেখানকার মানুষ তাদের ভোট দিয়েছে। আমি এটার কারণে জামায়াতকে প্রশ্রয় দেওয়ার কথা বলছি না। এখানে সংকটটা জামায়াত না। এখানে সংকট রাজনৈতিক, মানুষের অধিকার নেই। এতো বড় একটি নির্বাচন করলেন, সেই নির্বাচনে মানুষের কোনও অংশগ্রহণ নেই। এই নির্বাচনকে আমরা কখনোই স্বাভাবিক ও গ্রহণযোগ্য বলতে পারবো না।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানের প্রেক্ষাপটে জামায়াত কোনও জনসমর্থিত দল ছিল না। এমনকি ৭০-এর নির্বাচনেও জামায়াত একটি আসনও পায়নি। এই অঞ্চলে আমরা যেটাকে ধর্মীয় রাজনীতি বলি, সেটা হলো মওলানা ভাসানীর রাজনীতি। এই যে শেখ মুজিবুর রহমানের মুক্তির আন্দোলন, সেটা মোনাজাত দিয়ে শুরু করেছেন তিনি। বাংলাদেশের রাজনীতিতে জামায়াত মনে করে, তারা ধর্মীয় এজেন্সি নিয়েছে। কিন্তু আমি সেটা ব্যক্তিগতভাবে মনে করি না। ভিন্ন ভিন্ন ভাবে নানা মতবাদে ব্যাখ্যা করা যাবে। এখানে অন্যান্য ধর্মাবলম্বীরাও রাজনীতি করেছেন, তারাও ধর্মের বাইরে না। কিন্তু জামায়াতের যে প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছে তাতে আমি ভিন্নমত পোষণ করছি না। জাতিগতভাবে আপনি যদি মীমাংসার দিকে এগোতে যান, তাহলে গণতান্ত্রিক শক্তিটা ফিরিয়ে দিতে হবে।’

শাহরিয়ার কবির একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, ‘জামায়াত এখন কোন দলের সঙ্গে আছে সেটা বড় কথা নয়। একাত্তরে কী করেছে সেটার ওপর নির্ভর করে তাদের বিচারকাজ। সরকার বলেছে আইনের মাধ্যমে জামায়াত নিষিদ্ধ হবে। কিন্তু জামায়াত নিষিদ্ধ করাটা যথেষ্ট নয়। আমরা বলছি, ধর্মের নামে মওদুদিবাদী যে রাজনীতি যাবতীয় হত্যা, ধর্ষণ, সন্ত্রাসকে বৈধতা দেয়, সেই রাজনীতি বাংলাদেশে থাকতে পারবে না। ধর্মের নামে সন্ত্রাস, ধর্মের নামে রাজনীতি বন্ধ করতেই হবে। না হলে আমরা সন্ত্রাসমুক্ত ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক বাংলাদেশ গড়তে পারবো না।’

মুন্নী সাহা তিনি আরও বলেন, ‘জামায়াত নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে তাদের যে বিশাল সম্পদ, যা তারা নতুন দলের পেছনে ব্যবহার করবে তা বাজেয়াপ্ত করতে হবে। তাদের শত শত এনজিও রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে। বাণিজ্যিক শিল্প প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান সব জায়গায় জামায়াত বসে আছে। এগুলোর বাস্তবায়নের দায়িত্ব সরকারকেই নিতে হবে।’ 

তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, ‘এই জামায়াতে ইসলামী নতুন নামে আবির্ভূত হলে মনে রাখতে হবে– সাপের খোলস বদলায়, স্বভাব বদলায় না। সুতরাং জামায়াতে ইসলামী থেকে যেকোনও নাম নিয়ে যে দলই তৈরি করুক তাদের চিন্তাচেতনায় থাকবে সেই একই ভাবধারা। তাই জামায়াতকে চিরতরে নিষিদ্ধ করতে হবে, নতুবা কিছুই হবে না। আমাদের প্রসিকিউশনের জায়গাটা খুব সীমিত। সংসদ থেকে আইন পাস হয়ে না আসলে আমাদের কিছু করার থাকে না।’ 

আরিফ জেবতিক অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক বলেন, ‘বাঙালির ইতিহাসে দেখবেন, জাতিগতভাবে তারা কোনও ভুল সিদ্ধান্ত নেয়নি। অনেকভাবে বাঙালিকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করা হয়েছে। আমার মনে হয় এখন জামায়াত হয়তো বঙ্গবন্ধুর কথা,  মুক্তিযুদ্ধের কথা বলে নতুন এক ধরনের রাজনৈতিক দল তৈরি করবে। যেখানে সবকিছুকে বৈধতা দিয়ে কাজ করার চেষ্টা করবে। কিন্তু শেষ পর্যন্ত তাদের ভেতরে যে নৃশংস মানসিকতা, হায়েনা মনোবৃত্তি– সেই স্বভাব তারা ছাড়বে না। যারাই নেতা হচ্ছে তারা সুযোগ পেলে বাঙালির বুকে ছুরি যেভাবেই হোক বসানোর চেষ্টা করবে। এটা পাকিস্তানের একটি মিশন, তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতেই হবে।’      

উদিসা ইসলাম বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম বলেন, ‘অনেকে মনে করছে, দেশে ফিরে আসার জন্য ব্যারিস্টার রাজ্জাকের এমন সিদ্ধান্ত। কিন্তু ফিরে আসার সুযোগ তো থাকার কথা নয়। কারণ, তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। সে যতই ক্ষমা চাক না কেন, নিয়ম অনুযায়ী দেশে আসলে তাকে গ্রেফতার করারই কথা। সেটা তিনি আইনজীবী হিসেবে ভালো জানেন। তাই হুট করে দেশে ফিরে আসার কথা ভাববেন না তিনি। এই যে “ভাববেন না”, বাংলাদেশে আমরা দেখি, যা ভাবার নয় তাও হয়ে যায়। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক মন্তব্যের ভেতরে একটা মন্তব্য হচ্ছে, নিশ্চয়ই কোথাও একটা গ্রিন সিগন্যাল তিনি পেয়েছেন যা দিয়ে ফিরে আসা যায়। কিন্তু আমার মনে হয় না এতো সহজে গ্রিন সিগন্যাল পাওয়ার সুযোগ আছে।’              

   

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’