X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

সহযোগিতার অঙ্গীকারে ছাড়া পেয়েছেন সালমান মুক্তাদির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০৬আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:১০





সালমান মুক্তাদির (ছবি: সংগৃহীত) ইন্টারনেটকে নিরাপদ করার উদ্যোগে সহযোগিতার অঙ্গীকার করেছেন ইউটিউবার সালমান মুক্তাদির। একই সঙ্গে নিজের ইউটিউব চ্যানেল থেকে বিতর্কিত ভিডিও কনটেন্ট সরিয়ে ফেলারও আশ্বাস দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটে ডেকে নেওয়া হয় তাকে। কয়েক ঘণ্টা আলোচনা ও কাউন্সিলিংয়ের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।
ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের এডিসি নাজমুল ইসলাম বলেন, ‘জিজ্ঞাসাবাদ শেষে সালমান মুক্তাদির সাড়ে ৭টার দিকে চলে যান। তিনি ভিডিও রিমুভ সংক্রান্ত কমিটমেন্ট দিয়েছেন। আমাদের পক্ষ থেকে তাকে কাউন্সিলিং ও নিরাপদ ইন্টারনেট সংক্রান্ত কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলো মনিটর করা হচ্ছে। কথার অন্যথা হলে পরবর্তীতে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, সালমান মুক্তাদিরের ইউটিউ চ্যানেল ঘুরে দেখা গেছে, সেখানে বিতর্কিত ‘অভদ্র প্রেম’ ভিডিওটি নেই।
ডিএমপি’র সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আ. ফ. ম. আল কিবরিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তাকে (সালমান) নিরাপদ ইন্টারনেটের ব্যাপারে কাউন্সিলিং করা হয়েছে। তিনি কমিটমেন্ট করেছেন— আপত্তিকর ভিডিও কনটেন্টগুলো সরিয়ে নেবেন।’
প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি সালমান ‘অভদ্র প্রেম’-এর টিজার প্রকাশ করেন। ৯ তারিখ মূল মিউজিক ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওটি আপ করার পরপরই সালমানের সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সালমানের বিরুদ্ধে ‘অশ্লীলতা’র অভিযোগও আনা হয় কোনও কোনও মহল থেকে।

আরও পড়ুন...


ডেকে নিয়ে সালমান মুক্তাদিরকে সতর্ক করলো ডিএমপি

বাংলাদেশে ব্লক সালমানের ‘অভদ্র প্রেম’

 

/আরজে/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিয়ম ভাঙায় পয়েন্ট কাটা গেলো নটিংহ্যাম ফরেস্টের
নিয়ম ভাঙায় পয়েন্ট কাটা গেলো নটিংহ্যাম ফরেস্টের
আজকের আবহাওয়া: সব বিভাগেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস 
আজকের আবহাওয়া: সব বিভাগেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস 
রাফাহতে হামলা ভুল হবে, নেতানিয়াহুকে বাইডেনের সতর্কবার্তা
রাফাহতে হামলা ভুল হবে, নেতানিয়াহুকে বাইডেনের সতর্কবার্তা
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা