X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আজ রাজধানীর হাসপাতাল মালিকদের বৈঠকে ডেকেছেন ফায়ার সার্ভিস মহাপরিচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৪০

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

অগ্নি নিরাপত্তা বাড়াতে ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালের পরিচালক-মালিকদের সঙ্গে আজ বুধবার (২০ ফেব্রয়ারি) বৈঠক করবেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ। বৈঠকে চার শতাধিক হাসপাতালের পরিচালক ও মালিকরা অংশ নেবেন বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর একেএম শাকিল নেওয়াজ এ তথ্য জানিয়েছেন। মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ বৈঠকে সভাপতিত্ব করবেন।

গত ১৪ ফেব্রুয়ারি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে অন্যান্য হাসপাতালগুলোর সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাজধানীর ৪৩৩টি হাসপাতালের মধ্যে অগ্নিঝুঁকিপূর্ণ তালিকায় সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালসহ মোট ২৪৯টি হাসপাতালের নাম রয়েছে। এছাড়া ‘খুবই ঝুঁকিপূর্ণ’ তালিকায় রয়েছে ১৭৩টি হাসপাতাল। এসব হাসপাতালগুলোতে অগ্নিনির্বাপক ব্যবস্থার উন্নয়ন ও সংস্থাপনের বিষয়ে এ পর্যন্ত তিন দফা নোটিশ এবং স্মরণিকা দেওয়া হলেও তা আমলে নেয়নি হাসপাতালগুলোর কর্তৃপক্ষ। অগ্নিঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা ও পদক্ষেপ নেওয়া না হলে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের অগ্নিকাণ্ডের থেকেও ভয়াবহ ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর।

/আরজে/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
ফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
বহুতল ভবনের সংজ্ঞাফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়