X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

জবিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ২

জবি প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৪৫আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:১৮

ক্যাম্পাসে পুলিশের অভিযান জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, জবি বাংলা বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী নাঈম আল অদম্য ও রসায়ন বিভাগের ১৩তম ব্যাচের আবু সায়েম।
এছাড়া সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সহায়তায় ক্যাম্পাসে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন স্থান থেকে লাঠি, লোহার রডসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
কোতয়ালি থানার ওসি (তদন্ত) মওদূত হাওলাদার বলেন, ‘গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশের লালবাগ বিভাগের ডিসি ইব্রাহীম খান বলেন, ‘পুলিশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা না বলে ক্যাম্পাসে যায় না। ’
এদিকে সোমবার (১৮ ফেব্রুয়ারি) সংঘর্ষের ঘটনার দিনই কোতয়ালি থানার উপ-পরিদর্শক খালিদ শেখ বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০ থেকে ১২০ জনের নামে মামলাটি করেন। মামলার অভিযুক্তরা হলেন, তরিকুল ইসলাম রিমন ওরফে ছোট তরিকুল, কামরুল ইসলাম, হাসান আহমেদ খান ও আশরাফুল ইসলাম টিটন।
মামলার বিষয়ে প্রক্টর নূর মোহাম্মদ বলেন, ক্যাম্পাসের বাইরে মূল ফটকের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ এ মামলা করেছে।
দুইজন শিক্ষার্থীকে গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, গতকালের ঘটনার রেশ আজকেও থাকতে পারে এমন সন্দেহ থেকে আমরা পুলিশ নিয়ে ক্যাম্পাসে অভিযান চালিয়েছি। এ সময় ওই দুই শিক্ষার্থীকে অস্ত্রসহ পাওয়া গেলে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে জবি রণক্ষেত্র, সাংবাদিকসহ আহত ৩০

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া