X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পুরান ঢাকায় আগুন, ঢামেকে ভিড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৩৮আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:০৫

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তৎপরতা

রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানার শাহী মসজিদের পাশে একটি বহুতল ভবনে আগুন লেগে তা আশেপাশের ভবনে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট কাজ করছে। বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩৮ মিনিটে এই আগুন লেগেছে বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিভেঞ্জ। আগুনে দগ্ধসহ আহত কমপক্ষে অর্ধশত ব্যক্তিকে ইতোমধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিভেঞ্জ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট পাঠানো হয়েছে।’ 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পুরাতন জেলখানার পুকুর ও সিটি করপোরেশনের পানি সরবরাহ করা গাড়ি থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করা হচ্ছে। আশপাশের বাড়ি থেকে প্রয়োজনীয় পরিমাণ পানি পাওয়া যাচ্ছে না।

আরও জানা যায়, যে ভবনটিতে প্রথমে আগুন লেগেছে সেটি সাত তলা। নাম- ওয়াহেদ ম্যানশন। ভবনটির নিচতলায় কেমিক্যাল গোডাউন এবং প্লাস্টিক তৈরির উপকরণের দোকান রয়েছে। ভবনটির পাশের ওয়াহিদ মঞ্জিল, আমানিয়া হোটেল, রাজ হোটেল এবং উল্টা পাশের চারটি বাসায় আগুন ছড়িয়েছে।

স্থানীয়রা আরও জানান, আরিফ ম্যানশন নামে একটি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। আশেপাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে। আগুনের ভয়াবহতা বাড়ছে বলেও জানিয়েছেন স্থানীয়রা। 

পুরান ঢাকায় আগুন, ঢামেকে ভিড়

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, রাজধানী চকবাজার থানার চুরিহাট্টা নামক স্থানে বিদ্যুতের ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ ১৫ জন বার্ন ইউনিটে এবং জরুরি বিভাগে ২৬ জন রোগীকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

ঢামেক বার্ন ইউনিটের চিকিৎসক হোসাইন ইমাম মিডিয়াকে ব্রিফ করে জানান, দগ্ধ ১০ জন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক, শ্বাসনালী পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশিস ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, ‘যে ভবনে প্রথম আগুন লেগেছে, সেটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনও সময় ধসে পড়তে পারে।’ তিনি আরও জানান, তাদের ৩২টি ইউনিট কাজ করছে কিন্তু প্রথম থেকেই পানির সংকট ছিল।

স্থানীয়রা জানিয়েছেন, ওয়াহেদ ম্যানশনের পাশে একটি কমিউনিটি সেন্টার রয়েছে। সন্ধ্যা থেকে সেখানে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। আগুনের সূত্রপাত হওয়ার সময় ওই কমিউনিটি সেন্টারে যাচ্ছিল বরযাত্রী। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে রিকশায় থাকা এক নারী ও তার সন্তান দগ্ধ হন। তারা ঘটনাস্থলেই মারা যান বলেও খবর ছড়িয়েছে। তবে পুলিশ বা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করতে পারেননি। এদিকে অনেক মানুষ আহত ও ঘটনাস্থলে একাধিক লাশ পড়ে থাকতে দেখা গেছে বলেও দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। তবে এই তথ্য নিশ্চিত হওয়া যায়নি। 

এদিকে, রাত ২টার পরে ঘটনাস্থলে উপস্থিত হন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ও সংসদ সদস্য হাজী সেলিম। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে জানান তারা।  

পুরান ঢাকায় আগুন, ঢামেকে ভিড়

আগুনের সূত্রপাত নিয়ে যা বলছেন স্থানীয়রা:

প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়াহেদ ম্যানশনের সামনে একটি ট্রান্সফর্মার বিস্ফোরিত হয়ে প্রাইভেটকারের ওপর পড়ে। এসময় প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভবনে আগুন লাগে। তবে কেউ কেউ বলছেন, ওয়াহেদ ম্যানশনের পাশে দুটি হোটেল রয়েছে। সেই হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে আরও জানা গেছে, রাজমহল হোটেলের সামনে একটি পিকআপ ভ্যান দাঁড়ানো ছিল। হঠাৎ ভ্যানটিতে আগুন লেগে বিস্ফোরিত হয়। পাশে সিএনজি অটোরিক্সা ছিল। সেটাও আগুনে পুড়ে যায়। পিকআপ বিস্ফোরণের পর রাজমহল হোটেলে আগুন ছড়ায়। হোটেলের সামনে সিলিন্ডার গ্যাস ছিল। সেগুলো বিষ্ফোরিত হয়। পুরো ভবনে আগুন ছড়ানোর পর পাশের ভবন ওয়াহিদ মঞ্জিলে আগুন লাগে। এই ভবনের নিচে মার্কেট ও ওপরে গোডাউন রয়েছে। বডি-স্প্রের দোকান ও প্লাস্টিক দানার দোকান রয়েছে। এক পর্যায়ে ওয়াহিদ মঞ্জির সংলগ্ন জামাল কমিউনিটি সেন্টার ও রাস্তার উল্টো পাশে থাকা দুটি ভবনের চার ও পাঁচ তলায় আগুন ধরে।

বুধবার রাত ২টার দিকে স্থানীয় নাহিদুল ইসলাম জানান, ‘এখন রাজমহল হোটেলের ভবনে আগুন রয়েছে। বাকিগুলোর আগুন নিভিয়ে ফেলা হলেও কালো ধোঁয়া বের হচ্ছে।’

তবে অনেকের দাবি, সিলিন্ডার বিস্ফোরণ হয়নি। প্রথমে একটি ট্রান্সফর্মারে বিকট শব্দ হলে সেখান থেকে আগুন বের হতে দেখা যায়। এই আগুন থেকে রাজমহল হোটেলসহ অন্য ভবনগুলোতে থাকা প্লাস্টিক জাতীয় দাহ্য পদার্থের দোকান ও গোডাউন থেকে আগুন ছড়িয়েছে।

ছবি: নাসিরুল ইসলাম

 





এসজেএ/এআইবি/আরজে/এনএল/ইউআই/এমএএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!