X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

চকবাজারে ৭০ ভাগের বেশি ভবনে গোডাউন!

রাফসান জানি
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৫৪আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:০৫

একটি ভবনের গুদামে রাখা কেমিক্যালের ড্রাম রাজধানীর চকবাজারে আগুনে পুড়ে গেছে পাঁচটি ভবন। সেই আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন। আগুন লাগার কারণ নিয়ে বিতর্ক থাকলেও ভবনগুলোর গোডাউনে রাখা কেমিক্যাল থেকে আগুন ছড়িয়েছে এ বিষয়ে সবাই একমত। স্থানীয়দের দেওয়া তথ্য মতে, চকবাজার এলাকায় ৭০ ভাগের বেশি ভবনে বিভিন্ন পণ্য ও কেমিক্যালের গোডাউন রয়েছে। এ ধরনের ঝুঁকিপূর্ণ গোডাউনের পেছনে রয়েছে ভবন মালিকদের বেশি মুনাফার লোভ, প্রশাসনের অবহেলা ও স্থানীয়দের অসচেতনতা।
চকবাজারে ভয়াভহ অগ্নিকাণ্ডের পর শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সরেজমিনে এলাকার বিভিন্ন গলি ঘুরে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। চকবাজারের দেবিদাস ঘাট লেনের বাসিন্দা নুরু উদ্দিন জানান, ‘আমি আমার ভবনে গোডাউন ভাড়া দিলাম না। কিন্তু তারপরও আমি নিরাপদ নই। কারণ আমার পাশের ভবনের মালিক ঠিকই তার বাসায় গোডাউন ভাড়া দেবে। এর পেছনের কারণ হলো লোভ। বেশি টাকা ভাড়া পাওয়ার লোভ অনেক বাড়ির মালিক সামলাতে পারেন না।’
ফ্যামিলি বাসা ভাড়ার তুলনায় গোডাউন ভাড়া দিলে টাকা বেশি পাওয়া যায় বলে জানিয়েছেন চকবাজারের একই লেনের বাসিন্দা ফরিদ উদ্দিন ফারুক। তিনি বলেন, ‘একটি বাসায় ফ্যামিলি ভাড়া দিলে প্রতিমাসে ভাড়া হয়তো পাওয়া যায় ২০ থেকে ২৫ হাজার। অগ্রিম সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা। কিন্তু কেমিক্যালের গোডাউন ভাড়া দিলে পাওয়া যাবে পঞ্চাশ হাজার, অগ্রিম পাওয়া যাবে এক লাখ থেকে পাঁচ লাখ টাকা। তাহলে কেন গোডাউন ভাড়া দেবে না?’
নাম প্রকাশ না করার শর্তে বড় কাটরা এলাকার এক ভবন মালিক নিজের ভবনে গোডাউন ভাড়া দেওয়ার কথা স্বীকার করেছেন। তার ভাষ্য, ‘এটা তো বাণিজ্যিক এলাকা। এখানে গোডাউন থাকতেই পারে। কিন্তু এলাকায় গোডাউন থাকলে সেখানে কি ধরনের জিনিস রাখা যাবে সে ব্যাপারে তদারকি করার কেউ নেই। আমার বাসার কথা ধরেই বলি, আমি বাসা ভাড়া দিয়েছি প্লাস্টিকের খেলনা রাখার। ঈদকে সামনে রেখে খেলনার সঙ্গে গোডাউনে এনে রাখছে বডি স্প্রে এবং আরও কিছু কেমিক্যাল। পরে খোঁজ নিয়ে জানতে পারি রাতে কার্টনে করে এগুলো গোডাউনে উঠানো হয়েছে।’
প্রশাসন ও স্থানীয়দের সিদ্ধান্ত নিয়ে এসব কেমিক্যালের গোডাউন আবাসিক এলাকা থেকে সরাতে হবে বলে মনে করেন হাজী বাল্লু রোডের একটি বাড়ির মালিক আরিফুল ইসলাম। তিনি বলেন, ‘কারও একার সিদ্ধান্তে এই এলাকা থেকে কেমিক্যালের গোডাউন সরানো যাবে না। ৭০ ভাগের বেশি বাড়িতে গোডাউন রয়েছে, এতে কোটি কোটি টাকার মুনাফা জড়িত। ঝুঁকি থাকলেও মুনাফার লোভ কেউ ছাড়তে পারছে না। এ কারণে প্রশাসনকে কঠোর হতে হবে। প্রশাসন নিয়মিত তদারক করলে এসব গোডাউন রাখার সাধ্য কারও নেই।’
কোন কোন বাড়িতে গোডাউন আছে, তা প্রশাসনের লোকজন জানে মন্তব্য করে হাজী বাল্লু রোডের বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, ‘প্রশাসনই চায় না এখান থেকে কেমিক্যালের গোডাউন সরুক। প্রত্যেক ব্যবসায়ীর কাছ থেকে প্রশাসন টাকা পায়। কেমিক্যালের গোডাউন না থাকলে প্রশাসনের বাড়তি টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে।’
অধিকাংশ বাড়িতে কেমিক্যালের গোডাউন ভাড়া দেওয়ার পেছনে চাহিদা বেশি থাকা, বেশি মুনাফার লোভ, প্রশাসনের গাফিলতির পাশাপাশি সচেতনতা না থাকার বিষয়গুলো উঠে এসেছে স্থানীয়দের বক্তব্যে।
চকবাজার নন্দ কুমার লেনের বাসিন্দা আব্দুস সামাদ বলেন, ‘আমরা এই এলাকায় যারা থাকি তারা সচেতন না হলে এই সমস্যার সমাধান হবে না। আরও প্রাণ হারাতে হবে। কারণ যে বাড়িতে আমি কেমিক্যাল গোডাউন ভাড়া দিচ্ছি সে বাড়িতে আমি স্ত্রী-সন্তান নিয়ে থাকি। পরিবারের সদস্যদের জীবনের ঝুঁকি নিয়ে যেখানে বসবাস করছেন মালিকরা, সে জায়গার সমাধান সহজে হবে না। মালিকদের সদিচ্ছা ও সচেতনতা অনেক বেশি জরুরি। মালিকদের পাশাপাশি এলাকার বাসিন্দাদেরও এ বিষয়গুলো সম্পর্কে সচেতন হতে হবে।

আরও পড়ুন: বেজমেন্টে আগুন পৌঁছালে উড়ে যেত ওয়াহেদ ম্যানশন!



             ওয়াহিদ ম্যানশনে কেমিক্যাল ছিল: তদন্ত কমিটি

             ‘দুর্ঘটনার সম্ভাব্য কারণ তিনটি’

            

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে চারজন নিহত
যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে চারজন নিহত
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’