X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ খুন: গৃহকর্মী রেশমা রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৮আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০০

ইডেনের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে হত্যার ঘটনায় গৃহকর্মী রেশমাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ দিদার হোসাইন এ আদেশ দেন।

তার আগে মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানা পুলিশের উপপরিদর্শক আলমগীর হোসেন মজুমদার আসামি রোশমাকে আদালতে হাজির করেন। তিনি ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের সংশ্লিষ্ট থানার জিআরও শাখার কনস্টেবল মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গত ১০ ফেব্রুয়ারি নিজ বাসায় খুন হন মাহফুজা চৌধুরী পারভীন। এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারের বাসায় থাকতেন তিনি। এ ঘটনার পর তার বাসার দুই গৃহকর্মী স্বপ্না ও রেশমা পালিয়ে যায়। মাহফুজা চৌধুরী পারভীনের স্বামী ইসমাত কাদির গামা। তিনি মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান। তিনি ডাকসুর সাবেক জিএস ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সেক্রেটারি ছিলেন। ঘটনার পরদিন ১১ ফেব্রুয়ারি তিনি নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন মাহফুজা চৌধুরী পারভীন। গত ১১ ফেব্রুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ময়নাতদন্ত শেষে মাহফুজা চৌধুরী পারভীনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানান ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ।

গত ১৫ ফেব্রুয়ারি ওই বাসায় গৃহকর্মী সরবরাহকারী রুনু ওরফে রাকিবের মাকে মিরপুর থেকে গ্রেফতার করা হয়। তাকে সঙ্গে নিয়ে এ মামলার আরেক আসামি স্বপ্না ওরফে রিতা আক্তারকে ১৫ ফেব্রুয়ারি ভোরে নেত্রকোনার মদন এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার স্বপ্নার কাছ থেকে একটি সোনার চেইন ও সাত হাজার টাকা উদ্ধার করা হয়। সে পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।

এ বছরের জানুয়ারিতেই স্বপ্না ও রেশমা নামে দুই গৃহকর্মীকে রুনু নামে এক নারী অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনের বাসায় কাজে দেন। স্বপ্নার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনায় আর রেশমার গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী। গ্রেফতারের পর তারা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/টিএইচ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা নেই: ট্রাম্প
তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা নেই: ট্রাম্প
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ
সীমান্তের ওপারে রাখাইনের আকাশে ধোঁয়ার কুণ্ডলী
সীমান্তের ওপারে রাখাইনের আকাশে ধোঁয়ার কুণ্ডলী
যেকোনও মুহূর্তে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি সম্ভব: জেলেনস্কি
যেকোনও মুহূর্তে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি সম্ভব: জেলেনস্কি
সর্বাধিক পঠিত
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
খোসাসহ কাঁচা আমের আচার বানিয়ে ফেলতে পারেন এভাবে
খোসাসহ কাঁচা আমের আচার বানিয়ে ফেলতে পারেন এভাবে
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন