X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পুরান ঢাকার আট প্লাস্টিক কারখানা সরানোর নির্দেশ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৯, ১৪:২২আপডেট : ০২ মার্চ ২০১৯, ১৪:৩৩

ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান রাজধানীর পুরান ঢাকার শহীদ নগর ও বউবাজারের আটটি কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসব কারখানা সেখানকার আবাসিক এলাকা থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টিম শনিবার (২ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে অতি দাহ্য প্লাস্টিক ও পিভিসি কারখানায় অভিযান চালায়।
সরেজমিনে দেখা গেছে, ছোট ছোট ও বহুতল ভবনের নিচতলায় জুতা ও পানির বড় বোতল তৈরির কারখানা গড়ে তোলা হয়েছে। এসব কারখানায় বিভিন্ন ধরনের কেমিক্যাল ঝুঁকিপূর্ণভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে।
শহীদ নগরের ২৫২ নম্বর বাড়িতে আবাসিকের কথা বলে বিদ্যুৎ সংযোগ নিয়ে পানির বড় বোতল তৈরির কারখানা গড়ে তুলেছেন আমিরুল ইসলাম নামে এক ব্যক্তি। কারখানার ভেতরে ঢুকে দেখা যায়, পানির বড় বোতল তৈরির জন্য প্লাস্টিকের গুড়া, প্লাস্টিক ও বোতল ছড়িয়ে আছে।
বিচ্ছিন্ন করা হচ্ছে বিদ্যুৎ সংযোগ কারখানার ম্যানেজার ওয়াসি আহম্মেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের কারখানার অনুমোদন রয়েছে। এখানে প্লাস্টিকের পানির বড় বোতল তৈরি করা হয়। তবে তিনি অনুমোদনের কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এরপর ওই কারখানার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
শহীদ নগরের ২৯০/২ নম্বর বাসায় প্লাস্টিক গলিয়ে জুতার সোল তৈরি করা হয়। এই কারখানায় স্পিরিটের মজুত পেয়েছে সিটি করপোরেশনের টিম। বিস্ফোরক অধিদফতরের কর্মকর্তারা এরপর এই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন। তবে ওই কারখানার মালিককে পাওয়া যায়নি।
২৯ আরএনডি রোডের একটি জুতার কারখানা তালাবদ্ধ অবস্থায় পেয়েছে অভিযানে থাকা টিমটি। এরপর সেটিরও বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। শহীদ নগরের ৪ নম্বর সড়কের একটি বহুতল ভবনের নিচে প্লাস্টিকের রশি তৈরি করা হয়। পুরো কারখানায় প্লাস্টিকের দাহ্য প্রদার্থ।
জুতার সোল তৈরির কারখানায় স্পিরিটের মজুত অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্না শিরিন বলেন, ‘আমরা শহীদ নগর ও বউ বাজার এলাকায় ঘুরে আটটি কারখানার ইউটিলিটি সার্ভিস বিচ্ছিন্ন করেছি। এসব কারখানায় অতি দাহ্য পদার্থ পেয়েছি। তাই এসব কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।’
তিনি জানান, এর আগেও এসব কারখানার মালিকদের নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেনি। আজকে আমরা তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি। কারখানা সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। কারখানা না সরালে পরবর্তীতে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এআরআর/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা