X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ডাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী থাকছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৯, ১৬:০৩আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১৬:০৫

ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রক্টরিয়াল টিমকে সহযোগিতা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে। সোমবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের মিলনায়তনে ডাকসু নির্বাচন নিয়ে এক ব্রিফিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আখতারুজ্জামান এই কথা জানান।

আখতারুজ্জামান বলেন, ‘ক্যাম্পাসে বিদ্যমান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ করে প্রক্টরিয়াল টিম সতর্ক থাকবে। নির্বাচনের দিন এবং এর আগে ও পরে প্রক্টরিয়াল টিমকে বিশেষ সহায়তা দেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।’

তিনি আরও  বলেন, ‘অনেক শঙ্কা, সন্দেহ ও বিতর্কের পথ পরিক্রমায় প্রায় তিন দশক পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে, এতে কোনও সন্দেহ নেই।’

ঢাবি উপাচার্য বলেন, ‘‘এই দীর্ঘ সময়ে বিশ্ববিদ্যালয় তথা জাতি যত সংখ্যক অধিকতর দক্ষ নেতৃত্বের গুণাবলী সমৃদ্ধ ব্যক্তিত্ব পেতে পারতো, তা থেকে বঞ্চিত হয়েছে। আশা করি, ভবিষ্যতে এ বঞ্চনার সংস্কৃতি থেকে আমরা বের হতে সক্ষম হবো। ডাকসু নির্বাচন যাতে বিশ্ববিদ্যালয়ের একটি ‘ক্যালেন্ডার ইভেন্টে’ পরিণত হয়, সেজন্য আমি সংশ্লিষ্ট সব মহলের আন্তরিক সদিচ্ছা ও সহযোগিতা প্রত্যাশা করছি।’

ক্যাম্পাসে সবাই অবাধে প্রচারণা চালাতে পারছে— এমন দাবি করে ড. আখতারুজ্জামান  বলেন, ‘একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আজ  এই মুহূর্তে আমরা সন্তোষ প্রকাশ করছি যে, দল-মত নির্বিশেষে বিপুল সংখ্যক শিক্ষার্থী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছে। মনোয়নপত্র সংগ্রহ ও জমাদানসহ নির্বাচন সুষ্ঠুভাবে এগিয়ে যাচ্ছে। ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করছে, অবাধে নির্বাচনি প্রচারণা চালাচ্ছে।’

বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি ও গণতন্ত্র চর্চার কেন্দ্রীয় ভূমি উল্লেখ করে উপাচার্য আরও বলেন,‘ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংস্কৃতির মতাদর্শের একটি বিরাট পরিবার। পরস্পরের মতাদর্শের প্রতি শ্রদ্ধাবোধ, পরমতসহিষ্ণুতা ও শান্তিপূর্ণ সহাবস্থান গণতন্ত্রের মূল দর্শন। গঠিত কমিটির সুপারিশ ও সিন্ডিকেট  অনুমোদিত ডাকসু ও হল সংসদ নির্বাচন আচরণবিধি ২০১৯ কার্যকর রয়েছে। এ আচরণবিধি যথাযথভাবে পালন করা সংশ্লিষ্ট সবার নৈতিক দায়িত্ব। এরইমধ্যে বিশ্ববিদ্যালয়ের সব স্তরের শিক্ষার্থীসহ নির্বাচনে অংশগ্রহণকারী ছাত্রছাত্রী ও সংগঠনগুলো শান্তিপূর্ণ সহাবস্থানে থেকে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাশীল গণতান্ত্রিক আচরণের যে দৃষ্টান্ত স্থাপন করেছে, আমি সেজন্য আমাদের প্রিয় ছাত্র-ছাত্রীদের আন্তরিক ধন্যবাদ জানাই। প্রত্যাশা করবো, তাদের এই শান্তিপূর্ণ সহাবস্থান ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা যেন সব সময় অব্যাহত থাকে।’

ডাকসু নির্বাচনের সব কার্যক্রম ত্রুটিমুক্ত, এমন দাবি করা যাবে না উল্লেখ করে ঢাবি’র ভিসি বলেন, ‘এদাবি করা তুলনামূলক কঠিন যে নির্বাচনের সব কর্মযজ্ঞ ও আয়োজন একেবারেই ত্রুটিমুক্ত ও নিখুঁত। অনিচ্ছাকৃত বিভিন্ন ভুল-ত্রুটি হয়তো রয়েছে। তবে এতটুকু জোর দিয়ে বলা যায় যে, চিফ রিটার্নিং অফিসার ও তার টিম, হল প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষক, আমাদের সহকর্মী  এবং বিশ্ববিদ্যালযয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রম ও আন্তরিকতার ঘাটতি নেই। দীর্ঘ ২৮ বছর পর এ ধরনের গুরুত্ববহ বিশাল কর্মযজ্ঞের আয়োজন করতে পদে পদে আমাদের বিভিন্ন বিষয় নতুন করে ভাবতে হয়েছে, সিদ্ধান্ত নিতে হয়েছে। বিভিন্ন পর্যায়ে গঠনতন্ত্র ও আচরণবিধি সবকিছুতেই সময়ের চাহিদা বিবেচনায় রাখতে হয়েছে। নতুন করে প্রথমবারের মতো শিক্ষার্থীদের ডাটাবেজ তৈরি হয়েছে, এর সুফল প্রশাসনিক বিভিন্ন কাজে গভীরভাবে অনুভব হবে। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় দুই শতাধিক সম্মানিত সহকর্মী এবং কর্মকর্তা-কর্মচারী ডাকসু ও হল সংসদ নির্বাচন পরিচালনায় নিজেদের গড়ে তুলেছেন। তাই ভবিষ্যতে আরও সুষ্ঠু ও নিখাদ ব্যবস্থাপনায় ডাকসু নির্বাচন পরিচালিত হওয়ার পথ তৈরি হলো, এ কথা দৃঢ়ভাবে বলা যায়।’

/এসও/ এপিএইচ/
সম্পর্কিত
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা